ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানবসম্পদ ছাড়া উন্নয়ন সম্ভব নয় : প্রফেসর ড. হারুন-অর-রশিদ

প্রকাশিত: ০৭:১৭, ১৭ জুলাই ২০১৯

তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানবসম্পদ ছাড়া উন্নয়ন সম্ভব নয়  : প্রফেসর ড. হারুন-অর-রশিদ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানবসম্পদ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে প্রযুক্তির নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবর্তনের ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে আমাদের খাপ-খাইয়ে নিতে হবে। তিনি বুধবার গাজীপুরের বোর্ডবাজারস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিনেট হলে অনুষ্ঠিত ‘আইসিটি বেসিকস অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট’ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাচার্য প্রফেসর হারুন-অর-রশিদ বলেন, বাংলাদেশে একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-ফাইলিং এর কাজ চালু হয়েছে। দেশের আর কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অফিস ম্যানেজমেন্টে ই-ফাইলিং সিস্টেম চালু হয়নি। দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় এর বিকল্পও নেই। কারণ একটি কেন্দ্রীভূত প্রশাসন দিয়ে বিশাল পরিসরের এই বিশ্ববিদ্যালয় পরিচালনা অসম্ভব। এ কারণেই এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্টাফকে তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তিনি বলেন, ২০১৩ সালের আগে এই বিশ্ববিদ্যালয়ের অনেক বদনাম ছিল। দীর্ঘ পরিকল্পনা আর নিরলস পরিশ্রমের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে এখন একটি জায়গায় দাঁড় করানো গেছে। অতীতের মতো এখন আর সেই বাদনাম নেই। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ইমেজ তৈরি করা হয়েছে যা সবার কাছে এখন সমাদৃত। শিক্ষার মান উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় ব্যাপক কর্মকা- পরিচালনা করছে। আমরা বিশ্বমানের শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ট্রেনিং প্রোগ্রামের কোর্স উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ট্রেনিং প্রোগ্রামের কোর্স কো-অর্ডিনেটর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
×