ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জুলেখা আক্তার

সমাজ সজাগ হোক

প্রকাশিত: ০৯:৩১, ১৮ জুলাই ২০১৯

  সমাজ সজাগ হোক

দেশ এগিয়ে চলছে। আর এগিয়ে যাওয়ার পেছনে নারী-পুরুষ সমান তালে কাজ করে যাচ্ছে। কিন্তু দেশের উন্নয়নে সমান ভূমিকা রাখা নারীরা কি সব জায়গায় নির্ভয়ে কাজ করতে পারছে? নারীদের কথা তো দূরে থাক। একটি ছোট শিশু আস্তে আস্তে নারীতে পরিণত হয়। সেই শিশুটি নিরাপদে খেলতে পারছে না। পুরুষ কর্তৃক ধর্ষিত হচ্ছে এবং ধর্ষক তাকে নৃশংস উপায়ে হত্যা করছে। হ্যাঁ, এই ধর্ষণ থামাতে সবাইকে সজাগ হতে হবে। পরিবার থেকে সচেতনতার শুরু হওয়া দরকার। বাবা-মাকে সন্তানের দৃষ্টিভঙ্গি সুন্দর রাখার শিক্ষা দিতে হবে। ভাল-মন্দ বোঝার ক্ষমতা পরিবার থেকেই যেন শিখতে পারে। তারপর থাকে বিদ্যালয়ের দায়িত্ব। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এ জন্য সঠিক ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেয়া যেতে পারে। সর্বোপরি পরিবার, বিদ্যালয়, সমাজ, সরকার এবং সংবাদমাধ্যম সবারই সচেতন হতে হবে। যাতে শিশু এবং নারীরা নিরাপদে চলতে পারে তার ব্যবস্থা করতে হবে। ধর্ষকদের কঠিন শাস্তি দিতে হবে। যে সব পুরুষ এই নিকৃষ্ট কাজ করে তারা যেন ভাবে, এই শিশুটির মতো একটি শিশু তার মেয়ে কিংবা বোন হলে তার বিবেক কি করত? রাস্তার শিশুটি নিজের মেয়ে কিংবা বোন মনে করুন না, তা হলে শিশুর হাসিমাখা মুখটি কালো হবে না। অকালে একটি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়বে না। টাঙ্গাইল থেকে
×