ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইটি প্রশিক্ষণে কোডার্স ট্রাস্ট

প্রকাশিত: ০৯:৪৬, ১৮ জুলাই ২০১৯

 আইটি প্রশিক্ষণে কোডার্স  ট্রাস্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর মৌচাকে পঞ্চম ব্রাঞ্চ খুলেছে ডেনমার্ক ভিত্তিক ফ্রিল্যান্সিং আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোডার্স ট্রাস্ট। কোডার্স ট্রাস্টের মৌচাক শাখা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব আব্দুল করিম। আব্দুল করিম বলেন, পৃথিবীটা এখন অনেক ছোট হয়ে এসেছে। এখন ঘরে বসেই অনেক দূরের কাজ করা যায়। দূরের দেশ থেকে আয় করা যায়। কোডার্স ট্রাস্ট আইটি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দেশের মানুষকে সেই পথটি চিনিয়ে দিচ্ছে। তাদের এই উদ্যোগ দারুণভাবে প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, ফ্রিল্যান্সিংয়ের এই যুগ মেয়েদের জন্য সহায়ক। বিশেষ করে অবসর জীবন না কাটিয়ে এখান থেকে আয় করা যায়। নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। এই সুযোগ সবাইকেই নিতে হবে। আমাদের দেশে এত মেধাবী মানুষ রয়েছে তারা চাইলে খুব সহজেই ফ্রিল্যান্সিংয়ের এই বাজার দখল করতে পারেন। মৌচাক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল করিম ছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক সচিব নজরুল ইসলাম খান, কোডার্স ট্রাস্টের কো-ফাউন্ডার আজিজ আহমেদ, কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী সহ অনেকে। কোডার্স ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর আতাউল গণি ওসমানী বলেন, ইন্টারনেটের পৃথিবীতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ায় আমরা দেশের মানুষকে সহযোগিতা করতে চাই। এখানে অনেক সম্ভাবনা, সে সম্ভাবনাগুলোকে সাফল্যে রূপান্তরিত করতে চাই। অবসর সময়টুকু কাজে লাগিয়েও বহুদূর যাওয়া যায়।
×