ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যত ত্রাণ চাওয়া হবে, তত ত্রাণ দেয়া হবে : ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:৫৯, ১৭ জুলাই ২০১৯

যত ত্রাণ চাওয়া হবে, তত ত্রাণ দেয়া হবে  : ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান বলেছেন, যত ত্রাণের জন্য বলা হবে তত ত্রাণ দেয়া হবে। দূর্যোগ সহনীয় পাকা ঘর নির্মাণ করে দেয়া হবে। বন্যা দূর্গতদের মাঝে আগামী ঈদে ১৫ কেজি চাল দেয়া হবে। বন্যাদূর্গত এলাকার শিশুদের জন্য ও গবাধিপশু রক্ষণাবেক্ষণে টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। ত্রাণের কোন অপ্রতুলতা নেই। বরাদ্ধের ২শত মেট্টিক টন চাল এখনো রয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম বলেন, বন্যা প্রতিবছর বাংলাদেশে হয়। ভারত থেকে আসা পানিতে বাংলাদেশের কয়েকটি জেলার কিছু অংশ প্লাবিত হয়। মৌলভীবাজারে যতদিন বন্যা থাকবে ততদিন ত্রাণ দেয়া হবে। বাংলাদেশের কোথাও ত্রাণের সংকট নাই। তিনি বলেন, মনু নদী প্রকল্পে বরাদ্ধের জন্য ১হাজার ২ কোটি টাকা বরাদ্ধের জন্য একনেকে তুলা হবে। এবছর মনু নদী প্রকল্পের কাজ শুরু হবে। কুশিয়ারা নদীর ৪শত ৯৪ কোটি টাকা বরাদ্ধ দেয়া হবে। ২০১৯ সালের মধ্যে কুশিয়ারা নদীর কাজ শেষ হবে। জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আলম খান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমূখ। এর আগে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রী এবং পানি সম্পদ উপমন্ত্রী মৌলভীবাজার মনু নদীর চাঁদনীঘাট এলাকা পরিদর্শন করেন। এসময় রাজনগর উত্তরভাগ এলাকায় একহাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বন্যা দূর্গতদের মাঝে ৬৫০ মেট্টিক টন চাল, নগদ সাড়ে ৯ লক্ষ টাকা ও ৭ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্ধ দেয়া হয়েছে।
×