ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঐতিহ্যের বই উৎসব শুরু

প্রকাশিত: ১০:২৩, ১৮ জুলাই ২০১৯

 ঐতিহ্যের বই  উৎসব  শুরু

স্টাফ রিপোর্টার ॥ বুধবার বিকেলে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে প্রবেশ করতেই দেখা গেল ঐতিহ্যের বিশাল প্যান্ডেল। জনা ত্রিশেক পাঠক নেড়েচেড়ে দেখছেন বই। অনেকে সঙ্গে সঙ্গে কিনেও নিচ্ছেন। কিছুক্ষণ পর দেখা গেল আরও মানুষ আসছেন বইয়ের টানে। সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য ২০তম বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষেই প্রকাশনা প্রতিষ্ঠানটি শুধুমাত্র তাদের প্রকাশিত বই নিয়ে বই উৎসবের আয়োজন করেছে যার শুরু হয় বুধবার সকালে। ঐতিহ্য ইতিমধ্যে সহস্রাধিক বই প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে রবীন্দ্র-রচনাবলীসহ বিভূতিভূষণ, মানিক, জীবনানন্দ, শরৎ ও আল মাহমুদ রচনাবলী। পাঠক মহলে ঐতিহ্য রচনাবলী সমাদৃত হয়েছে। ক্যাবল টিভি, মোবাইল, ইন্টারনেট ও ডিভাইসের যুগে সৃজনশীল বই প্রকাশনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ঐতিহ্য প্রকাশ করছে বিষয় বৈচিত্র্যপূর্ণ বই। প্রতিষ্ঠানটি প্রতিবছর আয়োজন করে চলেছে বুক রিভিউ প্রতিযোগিতা, নির্বাচিত পাঠাগারে বই অনুদানসহ বই উৎসব। তারই ধারাবাহিকতায় রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ঐতিহ্য বই উৎসব। জানা যায় এই উৎসবে পাঠক সহস্রাধিক বইয়ের মধ্যে ১২০’রও বেশি বই কিনতে পারবেন মাত্র ২০ থেকে ৫০ টাকার বিনিময়ে। এছাড়াও থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। রচনাবলীতেও আছে বিশেষ ছাড়। উল্লেখ্য যে, উৎসবকে সামনে রেখে প্রতিষ্ঠানটি ১০ নতুন বই প্রকাশ করেছে। ঐতিহ্যের পথচলার ২০ বছর ও উৎসব নিয়ে প্রকাশনাটির স্বত্বাধিকারী আরিফুর রহমান নাঈম বলেন, সৃজনশীল বইয়ের প্রকাশনা সারা বিশ্বেই একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। সেদিক থেকে ঐতিহ্য’র ২০ বছরের পথচলা পুলকিত হওয়ার মতো ব্যাপার। এর অংশীদার আমাদের সকল পাঠক ও লেখকরাও। আগামীতে আরও ভাল ও মানসম্পন্ন বই প্রকাশ করে আমরা এগিয়ে যেতে চাই। বই উৎসবে ঐতিহ্যের ব্যবস্থাপক কাজল খান বলেন, প্রথম দিনই আমরা ভাল সাড়া পাচ্ছি। বাকি দিনগুলোতে সেটা আরও বাড়বে বলে প্রত্যাশা রাখি। আগামী ৩ জুলাই পর্যন্ত বই উৎসব প্রতিদিন সকাল ৯ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
×