ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবুজবাগ থেকে নবজাতক উদ্ধার

এবার কাঁঠালের ভেতরে ফেনসিডিল, ট্রাক জব্দ ॥ আটক ৮

প্রকাশিত: ১০:২৩, ১৮ জুলাই ২০১৯

 এবার কাঁঠালের ভেতরে ফেনসিডিল, ট্রাক জব্দ ॥ আটক ৮

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা থেকে কাঁঠালের ভেতরে ফেনসিডিল আনার সময় আট মাদক কারবারি গ্রেফতার হয়েছে। এছাড়া সবুজবাগ থেকে একটি নবজাতক উদ্ধার হয়েছে। আর ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে পুলিশ কাওরানবাজার থেকে তিন ডাকাতকে গ্রেফতার করে। অন্যদিকে পুরানা পল্টনের ট্রপিকানা টাওয়ারে লাগা আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বুধবার বেলা একটার দিকে র‌্যাব-১ এর একটি দল উত্তরা পূর্ব থানাধীন হাউস বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে কাঁঠাল বোঝাই একটি ট্রাক জব্দ করে। পরে কাঁঠালের ভেতর থেকে ৭১৮ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। কাঁঠালগুলোর ভেতরে ফেনসিডিল ভরে উপরে কাঁঠালের চামড়া দেয়া ছিল। কাঁঠালের ভেতরের সব কিছু সরিয়ে ফেলা হয়েছিল। এমন অভিনব কৌশলে মাদক বহনের দায়ে রাজু আহম্মেদ (৩২), মুন্না (২০), সাগর (১৯), ইউসুফ (৩০), নূর ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (৫০), মফিজুল ইসলাম (৩১) ও মোস্তাফিজুর (২০) নামে আট মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মাদকবহনকারী গাড়িটিকে একটি প্রাইভেটকার দিয়ে অনুসরণ করা হচ্ছিল। ওই প্রাইভেটকারের ভেতরেও কাঁঠাল ছিল। সেগুলো গ্রাম থেকে ঢাকায় আত্মীয়ের বাসায় পৌঁছে দেয়া হচ্ছিল বলে দাবি করেছিল মাদক কারবারিরা। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, মাদকের চালান এভাবেই ঢাকায় এনেছে। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন থেকে একটি নবজাতক মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগ থানা পুলিশ জানায়, একটি বাসার সামনে থেকে কাপড়ে মোড়ানো এই নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। তাকে ঢাকা মেডিক্যালে নবজাতক বিভাগে ভর্তি করা হয়েছে। নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। তবে নবজাতকের মুখে ও গালে কাটা দাগ আছে। এদিকে মঙ্গলবার কাওরানবাজার এলাকায় দেশী অস্ত্রসহ ডাকাতির চেষ্টাকালে আল-আমিন, কালু ও সাইজ উদ্দিন বারী নামের তিন জনকে ধারালো চাকুসহ তেজগাঁও থানার টহল পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। অন্যদিকে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে পুরানা পল্টনের ১৮তলা ট্রপিকানা টাওয়ারের ১৩ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগলে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা বলছেন, খবর পেয়ে তাদের কয়েকটি ইউনিট তাৎক্ষণিক সেখানে হাজির হয়। অবশ্য তাদের পৌঁছার আগেই বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে টাওয়ারের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
×