ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ঢালু সড়ক!

প্রকাশিত: ১০:২৫, ১৮ জুলাই ২০১৯

 সবচেয়ে ঢালু সড়ক!

ব্রিটেনের উত্তর ওয়েলসের হার্লেক স্ট্রিট হল বিশ্বের সবচেয়ে ঢালু সড়ক। এতদিন ধরে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ডানেডিন শহরের বাল্ডউইন স্ট্রিটের দখলে। সম্প্রতি হার্লেক শহরের ফোর্ড পেন লেক সড়ককে সবচেয়ে ঢালু বা কষ্টসাধ্য সড়কের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। এ সড়কটির ঢাল ৩৭ দশমিক ৪৫ শতাংশ, যেখানে বাল্ডউইন স্ট্রিটের ঢাল ৩৫ শতাংশ। নতুন রেকর্ডের মালিক হয়ে বেশ উল্লসিত হার্লেকের বাসিন্দারা। তাদের এতদিনের কষ্ট এবার বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। এ সড়ক দিয়ে চলাচল যে বেশ কষ্টসাধ্য, তা বলাই বাহুল্য। স্থানীয়দের বেশিরভাগই নিচের দিকে বসবাস করেন। তবে, ওষুধের দোকান ও ডাকঘরের অবস্থান একেবারে চূড়ায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শর্ত অনুযায়ী, সড়কটিতে অবশ্যই জনগণের নিয়মিত যাতায়াত থাকতে হবে, কোন অংশ পানিতে থাকা চলবে না, সড়কের পাশে বাড়িঘর থাকতে হবে। এসব শর্ত মেনে নানা হিসাব-নিকাশের পর অবশেষে বিশ্বের সবচেয়ে ঢালু সড়কের স্বীকৃতি পেল ফোর্ড পেন লেক। -ডেইলি পোস্ট
×