ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফাইভ ডি প্রযুক্তির ব্রিজ!

প্রকাশিত: ১০:২৬, ১৮ জুলাই ২০১৯

 ফাইভ ডি প্রযুক্তির ব্রিজ!

চীন পরিবহন ব্যবস্থায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক পরিবর্তন এনেছে। দ্রুতগতির ট্রেন থেকে সড়ক পরিবহনের কাঠামো। চীনের এই ব্যবস্থা দেখলে অবাক হতে হয়। সেই তালিকায় এবার নতুন সংযোজন গুইঝাউ প্রদেশে তৈরি একটি স্কাইওয়াক। এই স্কাইওয়াকের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় নিজেদের বিস্ময় গোপন করতে পারছেন না সেখানকার পথচারীরা। দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝাউ প্রদেশে ওই স্কাইওয়াকটি তৈরি করা হয়েছে ফাইভ ডি প্রযুক্তিকে কাজে লাগিয়ে। ৭০০ ফুট লম্বা এই স্কাইওয়াক সাড়ে সাত ফুটের মতো চওড়া। এর মেঝে তৈরি হয়েছে কাঁচ দিয়ে। আর হাঁটতে হাঁটতে সেই কাঁচের দিকে তাকালেই অবাক হয়ে যাচ্ছেন পথচারীরা। কারণ ওই কাঁচের মেঝেতে ফাইভ ডি প্রযুক্তির মাধ্যমে ফুটে উঠছে বিভিন্ন অবস্থা। যেমন- পা দিলেই মনে হচ্ছে ফাটল ধরে যাচ্ছে কাঁচের মেঝেতে। এই বোধ হয় ভেঙ্গে পড়বে। তবে তা সত্যিকারের ফাটল নয়। ডিজাইন মাত্র। শুধু তাই নয়, স্কাইওয়াকের মেঝের নিচে ফুটে রয়েছে ফুল, ভেসে বেড়াচ্ছে মাছও। ফাইভ ডি প্রযুক্তির এই ব্রিজ রয়েছে মাটি থেকে প্রায় ২৬০ ফুট (৮০ মিটার) ওপরে। -সাউথ চায়না মর্নিং পোস্ট
×