ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে বাসে গার্মেন্টস কর্মীকে যৌন নিপীড়ন, হেলপার গ্রেফতার বাস জব্দ

প্রকাশিত: ১০:২৬, ১৮ জুলাই ২০১৯

  শেরপুরে বাসে গার্মেন্টস কর্মীকে যৌন নিপীড়ন, হেলপার গ্রেফতার বাস জব্দ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৭ জুলাই ॥ শেরপুরের ঝিনাইগাতীর যাত্রীবাহী বাসে এক গার্মেন্টস কর্মী গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জুলহাস মিয়া (২০) নামে এক হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঝিনাইগাতী সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলহাস সদর উপজেলার তাতালপুর গ্রামের উসমান আলীর ছেলে। বুধবার বিকেলে জুলহাসকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের গার্মেন্টস কর্মী ওই গৃহবধূ স্বামীসহ গাজীপুরের মাস্টারবাড়ি থাকেন। গত ৮ জুলাই তার স্বামীকে রেখে নিজ এলাকায় ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্তিকরণের উদ্দেশে বাড়ি আসেন তিনি। ভোটার তালিকার কাজ সেরে পরদিন রাত এগারোটায় তার শ্বশুর তাকে ঝিনাইগাতী থেকে গাজীপুরের উদ্দেশে ঢাকাগামী মমিন পাগলের দোয়া (ঢাকা মেট্রো-ব-১২-০৪২১) নামে একটি যাত্রীবাহী বাসে উঠিয়ে দেন। বাস ছাড়ার পর থেকেই ওই বাসের ড্রাইভার ও হেলপাররা গৃহবধূকে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে রাতে বাসের সকল যাত্রী ঘুমিয়ে পড়লে চালকের ইন্ধনে হেলপাররা তাকে নানা কৌশলে যৌন নিপীড়ন করে। পরে ওই অবস্থায় রাত ৩টার দিকে গাজীপুর গড়গড়িয়া মাস্টারবাড়িতে ওই গৃহবধূ নেমে যায়। এদিকে ওই ঘটনায় মঙ্গলবার বাসের চালক রুবেল মিয়া (২৪) ও হেলপার জুলহাস মিয়া (২০) ও হোসেন মিয়া (২২) কে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন যৌন নিপীড়নের শিকার ওই গার্মেন্টস কর্মী।
×