ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতালে ডাক্তারদের নিয়মিত উপস্থিতি তদারকির নির্দেশ

সরকারী ভূমি উদ্ধার করলে পুরস্কৃত হবেন ডিসিরা

প্রকাশিত: ১০:৪৮, ১৮ জুলাই ২০১৯

 সরকারী ভূমি উদ্ধার করলে পুরস্কৃত হবেন ডিসিরা

বিশেষ প্রতিনিধি ॥ জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে কর্মরত ডাক্তাররা নিয়মিত উপস্থিত থাকছেন কি না, সে বিষয়ে নজর রাখতে ডিসিদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেশি সরকারী ভূমি উদ্ধারকারীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ঢাকায় মশা মারার ওষুধের কার্যকারিতা না থাকার বিষয়টি সামনে আসায় এ ওষুধ পরীক্ষা করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ইচ্ছা করলেই এমন কেমিক্যাল পরিবেশে ছিটাতে পারি না, যা দিয়ে মশা মারতে গিয়ে মানুষ মারা যাবে, মানুষের ক্ষতি হবে। জেলা প্রশাসকদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশনের (চতুর্থ শিল্প বিপ্লব) জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, আগেও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটত। কিন্তু সেগুলো প্রকাশ হতো না। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নারীদের এতটা ক্ষমতাধর ও ভয়েস রেইজ করেছেন যে, তারা এগিয়ে আসছে এবং ঘটনাগুলো প্রকাশ করছে। এদিকে বন্যা পরিস্থিতিতে যে কোন ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের অধিবেশন শেষে বিভিন্ন মন্ত্রী এবং সেনাপ্রধান সাংবাদিকদের এ সব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে কর্মরত ডাক্তাররা নিয়মিত উপস্থিত থাকছেন কি না, সে বিষয়ে নজর রাখতে ডিসিদের নির্দেশ দিয়েছেন বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের চতুর্থ অধিবেশনে এ নির্দেশনা দেন তিনি। অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে গেছে। এটা ডিসিদের জানিয়েছি। জেলা-উপজেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজে আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এ বিষয়গুলো তুলে ধরলাম। তিনি বলেন, আমরা ডিসিদের বললাম যে আপনারা নিয়মিত মিটিং করবেন। স্বাস্থ্য রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, জেলা, উপজেলা হাসপাতালে মিটিং করবেন। সেসব জায়গায় যাবেন, পরিদর্শন করবেন। সেসব হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি লক্ষ্য রাখবেন। রোগীরা যাতে ভাল সেবা পান- এ বিষয়ে পরামর্শ দেবেন। জাহিদ মালেক বলেন, আমাদের দেশে ক্যান্সার ও হার্টের রোগ অনেক বেড়ে গেছে। এর কারণগুলো ডিসিদের বলেছি। এর একটি কারণ হলো- ভেজাল খাবার। এদিকে নজর রাখতে হবে। পরিবেশ দূষণ করা যাবে না। ইটের ভাটার ধোঁয়া যাতে বায়ু দূষণ করতে না পারে, সে বিষয়ে নজর রাখতে হবে। এর ফলে ক্যান্সার ও স্ট্রোক হয়। সরকারী ভূমি উদ্ধার করলে পুরস্কার পাবেন ডিসিরা ॥ যে যত বেশি সরকারী ভূমি উদ্ধার করতে পারবেন তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, সরকারী ভূমি উদ্ধার আরও কীভাবে করা যায় সে বিষয়ে তাদের বলেছি। তারপরও যে যত বেশি ভূমি উদ্ধার করতে পারবেন তাদের পুরস্কৃত করা হবে। ভূমিমন্ত্রী বলেন, অনেকগুলো ভাল প্রস্তাব এসেছে। আমরা বলেছি, করব। আমরা জনগণকে সেবা দিতে চাচ্ছি, কীভাবে জনগণের সেবা বাড়ানো যায় এবং আউট অব দ্য বক্স কীভাবে চিন্তা করা যায়। গতানুগতিক সিস্টেমে কথা চিন্তা করলে হবে না, আউট অব দ্য বক্স চিন্তা করতে হবে। তিনি বলেন, মানুষ কী চায়, সময়োপযোগী কাজ যাতে মানুষকে দেয়া যায়। অধিগ্রহণের ক্ষেত্রে সমস্যা অনেক সময় হয়। প্রকৃত যাদের জমি অধিগ্রহণ করা হয় তাদের টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ সমস্যা হচ্ছে। মন্ত্রী বলেন, বার বার বলেছি, ৭ এবং ৮ ধারা নোটিসের পরে কেন মামলা-মোকদ্দমা হয়ে থাকে, মামলা মামলার গতিতে চলবে। সেটা দেখা যাবে। কিন্তু যখন ৭ এবং ৮ ধারা নোটিস হয়ে যাবে, তখন যার লেজিটিমেট ক্লেইম আছে সেটি যেন দিয়ে দেয়া হয়। এটা কিন্তু আমাদের ম্যানুয়ালে, আইনে তাই বলা আছে। ওই অনুশাসনটাকে আমি আরও ক্লিয়ার কাট করে দিয়েছি। সাধারণ লোককে সাফার করার কোন সুযোগ কিন্তু নেই। মানুষের জন্য ক্ষতিকর এমন মশার ওষুধ নয় ॥ বুুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় কার্যঅধিবেশনে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। মন্ত্রী বলেন, আগামী ২৫ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিশেষ মশা নিধন অভিযান শুরু করা হবে। মশা ওষুধ প্রতিরোধী হয়ে ওঠায় রাজধানীতে দুই সিটি কর্পোরেশন যে ওষুধ ছিটাচ্ছে, তা কোন কাজে আসছে না বলে সম্প্রতি এক গবেষণায় উঠে আসে। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওষুধের মাত্রা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। এক প্রশ্নে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, এখন বলা হচ্ছে মশা নিধনে যে ওষুধ তা কার্যকর নয় বা অকার্যকর। আমি ইচ্ছা করলে কোন রকমের কেমিক্যাল পরিবেশে ছিটাতে পারি না, যেটাতে মশা মারতে গিয়ে মানুষ মারা হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন থেকে আমাকে ছাড়পত্র নিতে হচ্ছে যে ওষুধ ছিটাব। এখানে কোথায় কোথায় প্রশ্ন আসছে কার্যকর নয়, ভেজাল যদি হয় সিটি কর্পোরেশনের কেমিক্যালের মান পরীক্ষা করার জন্য বলা হয়েছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশনের জন্য প্রস্তুত হোন ॥ জেলা প্রশাসকদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশনের (চতুর্থ শিল্প বিপ্লব) জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। মোস্তাফা জব্বার বলেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কানেক্টিভিটি (সংযোগ) তৈরি করা। এটা আমাদের কমিটমেন্ট (প্রতিশ্রুত)। এ কমিটমেন্ট রক্ষার জন্য আপনি যেভাবেই দেখেন না কেন, আমি যদি রেলপথ, নৌপথ, সড়ক পথের মতো আমার ইন্টারনেটের পথ তৈরি করতে না পারি তাহলে যে বাংলাদেশের কথাই বলি, ডিজিটাল বলি আর যাই বলি কিছুই হবে না। তিনি বলেন, আমাদের জন্য যেটা ইমপরট্যান্ট (গুরুত্বপূর্ণ) সেটা হচ্ছে, আমরা এবার গ্রামগুলোকে শহর বানাতে চাইছি। গ্রামগুলোকে শহর বানানো মানে কেবল গ্রামগুলোতে বিল্ডিং বানানো কিংবা রাস্তাঘাট পাকা করা কিংবা মানুষের যে অবস্থান আছে সেটা পরিবর্তন করা তা নয়। নারী-শিশু আগেও নির্যাতিত হতো ॥ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, আগেও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটত। কিন্তু সেগুলো তারা প্রকাশ করত না। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নারীদের এতটা ক্ষমতাধর ও ভয়েস রেইজ করেছেন যে, তারা এগিয়ে আসছে এবং ঘটনাগুলো প্রকাশ করছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের চতুর্থ অধিবেশন শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন। আপনি যেদিন দায়িত্ব নিলেন তার পরদিন গণমাধ্যমে বলেছিলেন, নারী ও শিশু নির্যাতন তেমনভাবে বাড়েনি বা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়নি। এ বিষয়টি গণমাধ্যমেই বেশি প্রচার হচ্ছে- সভা শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপনারা সংখ্যা যেটা বলছেন, সেটা আর ক্রাইসিস নিয়ে কথা বলেছি। এখনও আমি সেটাই বলব। সেটা হচ্ছে আপনারা যে বলেন অনেক বেড়েছে, আমি আপনাদের থেকে পাল্টা জানতে চাই যে, এ বিষয়ে আপনাদের কাছে কি কোন ‘বেজলাইন সার্ভের’ ডাটা আছে, যার সঙ্গে তুলনা করে বলছেন যে, নারী নির্যাতন, শিশু নির্যাতন বেড়েছে। তিনি বলেন, বিভিন্ন সংগঠন থেকে বলে, তাদেরই বা কি। তারা যে গবেষণার মাধ্যমে বলে আমি জানতে চাই, তাদের ম্যাথডোলজি কী? তাদের স্যাম্পল সাইজ কী? তাদের ডাটা কালেকশন পদ্ধতি কী? কী ইন্সট্রুমেন্ট তারা ব্যবহার করেছেন? বন্যায় যে কোন সহযোগিতার জন্য প্রস্তুত আছি : সেনাপ্রধান ॥ বন্যা পরিস্থিতিতে যে কোন ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে সেনাপ্রধান সাংবাদিকদের এ কথা জানান। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্রবাহিনী বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভাপতিত্ব করেন। অধিবেশনে নৌবাহিনী প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীও উপস্থিত ছিলেন। অধিবেশন শেষে বেরিয়ে যাওয়ার সময় ডিসিদের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কীভাবে আরও ভাল করা যায়, এই নিয়ে আলোচনা হয়েছে। বন্যার বিষয়ে ডিসিদের কিছু বলা হয়েছে কি না- জানতে চাইলে আজিজ আহমেদ বলেন, আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে আমরা যে জিনিসটা সবাইকে জানিয়েছি, আমরা প্রস্তুত আছি। যদি এ ধরনের কিছু হয় তখন যে কোন সময় যে কোন ধরনের সহযোগিতা চাইলে আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই আমরা প্রস্তুত আছি।
×