ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হতাহত পুলিশ সদস্যদের পরিবারের জন্য ৬২ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৪৮, ১৮ জুলাই ২০১৯

 হতাহত পুলিশ সদস্যদের পরিবারের জন্য ৬২ লাখ টাকা দিলেন  প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা করতে ৬২ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই আর্থিক অনুদানের ৬২ লাখ টাকা ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন। ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণ তহবিল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত ১১ জন পুলিশ সদস্যের পরিবারকে ৫ লাখ টাকা করে ৫৫ লাখ টাকা এবং কর্তব্যরত অবস্থায় আহত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য ১ লাখ টাকা করে ৭ লাখ টাকা মোট ৬২ লাখ টাকা অনুদান দেন। এছাড়াও ডিএমপি’র ট্রাফিক কল্যাণ তহবিল থেকে কর্তব্যরত ৬২ জন পুলিশ সদস্য ও তাদের পরিবারের চিকিৎসা ব্যয় বহনের জন্য মোট ২১ লাখ ২৮ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। সব টাকা বুধবার সকাল সাড়ে দশটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদান কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবার ও আহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে তুলে দেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।
×