ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাছাই কমিটির প্রধান কপিল দেব

কোহলিদের কোচের সন্ধানে ভারত

প্রকাশিত: ১১:৩৮, ১৮ জুলাই ২০১৯

 কোহলিদের কোচের সন্ধানে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারে স্বপ্নভঙ্গ হয় ভারতের। আর অম্লমধুর বিশ্বকাপের মধ্য দিয়ে কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়। শাস্ত্রীর সঙ্গে যে চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে না ইন্ডিয়ান ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) কোচ চেয়ে দেয়া বিজ্ঞাপন তার বড় প্রমাণ। তারচেয়েও মজার বিষয়, যে কপিল দেব ছিলেন অচ্ছুত সেই তাকে নতুন কোচ বাছাই কমিটির প্রধান করা হয়েছে। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক এই কাজে পাশে পাচ্ছেন সাবেক ওপেনার অংশুমান গায়কোয়াড়, ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শান্তা রঙ্গশামিকে। আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করার সময়। এরপরই কপিলের নেতৃত্বে কোচ বাছাইয়ে বসবে তিন সদস্যের কমিটি। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট খেলিয়ে দেশটির কোচ হতে চাইলে বেশ কিছু শর্তপূরণ করতে হবে। সংবাদমাধ্যমের খবর এই তালিকায় মিকি আর্থার, ট্রেভর বেইলিস, গ্যারি কারস্টেন ও মাহেলা জয়বর্ধনেসহ আরও অনেকে থাকতে পারেন। ভরতের প্রধান কোচ পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ৬০ বছরের কম এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যূনতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বলে শর্ত দিয়েছে বিসিসিআই। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ৩০ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা। জানা গেছে, সদ্য বিশ্বকাপ শেষ হওয়ার পরে খুব দ্রুতই প্রধান কোচসহ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ এবং এ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করে বিসিসিআই। এ বিষয়ে বিসিসিআইর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান কোচিং স্টাফদেরও নতুন করে আবেদন করতে হবে।’ আবেদন করার শর্ত হিসেবে বলা হয়েছে, হেড কোচকে টেস্ট খেলুড়ে কোন দেশের জাতীয় দলের দুই অথবা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে এÑ দল অথবা আইপিএলে কোন দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে ন্যূনতম ৩০ টেস্ট কিংবা ৫০ ওয়ানডে খেলার অভিজ্ঞতাও থাকতে হবে। বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হেড কোচ রবি শাস্ত্রি, বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরসহ বর্তমান সাপোর্টিং স্টাফের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তবে ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় তাদের চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়ানো হয়। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি সিরিজ দিয়ে ভারতীয় দলের হোম মৌসুম শুরু হবে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মনোমালিন্যের জেরে তৎকালীন কোচ অনীল কুম্বলে পদত্যাগ করলে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ভারতীয় দলের কোচ নিয়োগ পান শাস্ত্রী। এর আগে ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত টিম-ইন্ডিয়ার ডিরেক্টরের দায়িত্ব পালন করেন ৫৭ বছর বয়সী শাস্ত্রী। তার অধীনে আইসিসির কোন ইভেন্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া। তবে এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করে। নতুন কোচ বাছাই কমিটিতে কপিল দেবের অন্তর্ভুক্তি বেশ আলোচিত। কারণ বিশ্বজয়ী সাবেক অধিনায়কের সঙ্গে বিসিসিআইর সম্পর্ক কখনই ভাল ছিল না। ১৯৯৯ সালে স্বল্পসময়ে ভারতের ব্যর্থ কোচ হিসেবেও তার অভিজ্ঞতা ছিল তিক্ত।
×