ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক অনুশীলন শুরু

প্রকাশিত: ১১:৪০, ১৮ জুলাই ২০১৯

 শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক অনুশীলন শুরু

জিএম মোস্তফা ॥ বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও দেখা গেছে তার পারফর্মেন্সের ঝাঁঝ। যদিওবা আট নম্বরে থেকে বিশ্বকাপের মিশন শেষ করেছে বাংলাদেশ। কিন্তু সাকিবের পারফর্মেন্স ছিল নজরকাড়া। ২০১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যান সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়েছে আরও আগেই। কিন্তু সাকিব আল হাসান দেশে ফেরেননি এখনও। বিশ্বকাপ শেষেই ছুটি চেয়েছিলেন তিনি। পবিত্র হজ পালনের জন্য ছুটির আবেদন করেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে কারণে মঙ্গলবার সাকিব আল হাসানকে ছাড়াই শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপের বড় মঞ্চে শুরু থেকেই তিন নম্বরে দুর্দান্ত ব্যাটিং করেন সাকিব। সে ছুটিতে থাকায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তিন নম্বরের জায়গাটা নিয়ে। তবে দেশের ক্রিকেট বিশ্লেষকদের ধারণা লঙ্কান সফরে তিন নম্বরে ব্যাটিং করে নিজেদের প্রমাণ করার সুযোগ বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটসম্যানেরই রয়েছে। এই তালিকায় উঠে আসছে দীর্ঘদিন পর দলে জায়গা পাওয়া এনামুল হক বিজয়, সাব্বির রহমান এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের নাম। এই সফরে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। তার মতে দলের ব্যাটসম্যানদের এখনই সুযোগ তিন নম্বরের জন্য নিজেকে প্রমাণ করার। তাদের সামনে সুযোগ নির্বাচকদের নিজের সামর্থ্য জানিয়ে দেয়ার। এ প্রসঙ্গে বুধবার মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘আপনি যেটা বলেছেন, সাকিব তিন নম্বরে ব্যাটিং করতো এখন সে নাই। সেহেতু যে তিন নম্বরে ব্যাটিং করবে তার জন্য বড় সুযোগ। তাকে ঐ দায়িত্বটা নিতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে। এখানে অনেকের জন্যই সুযোগ হতে পারে। হয়তো সাকিব বিভিন্ন কারণে নাও থাকতে পারে, সে জায়গায় যেই আসে নতুন করে তার জন্য এটা বড় সুযোগ।’ সাকিবের অনুপস্থিতিতে কপাল খুলেছে তাইজুল ইসলামের। বাঁহাতি স্পিনারের ঘাটতি পূরণ করতেই দলে ডাকা হয়েছে তাকে। ২০১৬ সালে বাংলাদেশের হয়ে শেষবারের মতো একদিনের ম্যাচ খেলেছিলেন তাইজুল। দীর্ঘ তিন বছর পর আবারও স্বপ্নের ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি। খালেদ মাহমুদ সুজন মনে করেন তাইজুলেরও সুযোগ রয়েছে নিজের ঘূর্ণি জাদু দেখানোর। সুজনের মতে, ‘তাইজুলের কথাই যদি বলি, সে ওয়ানডে খেলার সুযোগ পায় না। ভারতে দারুণ ফর্মে আছে। বাংলাদেশের হয়ে খেলছে। ভারতে দুই খেলায় ১৪ উইকেটের মতো নিয়েছে। সত্যি কথা বলতে গেলে এটা তারজন্য বড় সুযোগ।’ বিশ্বকাপ থেকে ফেরার পর ১০ দিনের বিরতি ছিল ক্রিকেটারদের। এই সময়ে কেউ কেউ অবশ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে নিজ উদ্যোগে অনুশীলনও করেছেন। তবে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শ্রীলঙ্কা সফরের অনুশীলন। বিশ্বকাপে ব্যর্থতার পরই দলের প্রধান কোচ স্টিভ রোডসকে বরখাস্ত করে ক্রিকেট বোর্ড। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছিলেন, শ্রীলঙ্কা সফরে মাহমুদকে দিয়ে চালিয়ে নেয়ার কথা ভাবছেন তারা। কিন্তু সংবাদমাধ্যমকে কাল বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ জানালেন অবাক করা তথ্য। তিনি বলেন, ‘আমার সঙ্গে এখনও কোন কথা হয়নি এ ব্যাপারে। আকরাম ভাই আমাকে বলেছেন, তুই আপাতত দেখাশোনা কর। যেহেতু এখন আমাদের কোচ নেই। এ কারণে দেখাশোনা করা। বোর্ড এখন পর্যন্ত আমার সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ করেনি। এখনও জানি না কি হিসেবে আছি। এর মধ্যে আমরা নতুন কোচ পেয়েও যেতে পারি। এমন যদি হয় তাহলে তো ভালই। আপাতত এই দুই-তিনদিন অনুশীলন সেশনে কাজ করব।’ আগামী ২৬ জুলাই প্রথম একদিনের ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২৮ এবং ৩১ জুলাই সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।
×