ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ক্লপের প্রশংসায় পঞ্চমুখ রুনি

প্রকাশিত: ১১:৪১, ১৮ জুলাই ২০১৯

 ক্লপের প্রশংসায় পঞ্চমুখ রুনি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ জার্গেন ক্লপ। জার্মান বুন্দেসলিগার জায়ান্ট ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ২০১৫ সালে ইংলিশ প্রিমিয়ার লীগে যোগ দেন তিনি। এরপর থেকেই বদলে যেতে শুরু করে লিভারপুল। মূলত তার অসাধারণ কৌশলগত দক্ষতার কারণেই বর্তমানে ইউরোপের সেরা ক্লাবের মুকুট পরা দল লিভারপুল। তার অধীনেই টানা দুইবার ইউরোপ সেরার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের টিকেট কাটে লিভারপুল। প্রথমবার ব্যর্থ হলেও ২০১৮-১৯ মৌসুমে আর সুযোগ হাতছাড়া করেনি তারা। টটেনহ্যাম হটস্পারকে বিধ্বস্ত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা উঁচিয়ে ধরে জার্গেন ক্লপের লিভারপুল। তার পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনিও। শুধু পারফর্মেন্স কেন? ব্যক্তি হিসেবেও রুনির কাছ থেকে আলাদা করে প্রশংসা পাচ্ছেন জার্গেন ক্লপ। এ প্রসঙ্গে স্পোর্ট বিল্ডকে দেয়া এক সাক্ষাতকারে ওয়েইন রুনি বলেন, ‘জার্গেন (ক্লপ) এমন একজন খেলোয়াড় যার অধীনে খেলতে প্রত্যেকেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি হয়তো দেখে থাকতে পারেন তার অধীনে খেলা দলের খেলোয়াড়রা কতটা আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে থাকে। তার সঙ্গে আমি একবার দেখা করেছিলাম। সত্যি কথা বলতে, খুবই চমৎকার একজন মানুষ সে। যদি তার কোন ভুল দেখে থাকেন তাহলে সেটা আমি বলব, লিভারপুলের হয়ে পাগলের মতো কাজ করে এবং এখানেই সাফল্য পেয়েছে সে।’ লিভারপুলকে সাফল্যের চূড়ায় তোলার আগে বরুশিয়া ডর্টমুন্ডেও আলো ছড়িয়েছেন ক্লপ। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে দুইবার জার্মান বুন্দিসলিগার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ডিএফবি পোকাল শিরোপাও জেতেন তিনি। এছাড়া ২০১২-১৩ মৌসুমে ডর্টমুন্ডকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালেও তুলেছিলেন তিনি। যে কারণেই জার্গেন ক্লপকে শ্রদ্ধার আসনে রাখছেন ওয়েইন রুনি। তিনি বলেন, ‘ইতোমধ্যেই তিনি যা অর্জন করেছেন তার জন্য আমার অনেক শ্রদ্ধা। তিনি শুধু লিভারপুলেই নন বরং ডর্টমুন্ডকেও সাফল্য উপহার দিয়েছেন। তিনি শ্রদ্ধা পাওয়ার যোগ্য। তবে আমি মনে করি ভবিষ্যতে তিনি আরও সফল হবেন।’ ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ক্লাবের জার্সিতে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন রুনি। তবে বর্তমানে মেজর সকার লীগের দল ডি.সি ইউনাইটেডের জার্সিতে খেলছেন তিনি। ২০১৮ সালে ডি.সি. ইউনাইটেডের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হন রুনি। সে বছরে ২১ ম্যাচে প্রতিনিধিত্ব করে ১২ গোল করা সাবেক ইংলিশ স্ট্রাইকার গোল্ডেন বুটের পুরস্কারটাও নিজের করে নেন। এবারও তার পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। ১৯ ম্যাচ খেলে ১১ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন তিনি। তবে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবারও বাজেভাবে মৌসুম শেষ করেছে। যদিওবা ২০১৮-১৯ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের লড়াইটা হয়েছে মূলত দুটি দলের মধ্যে। দলগুলো হলো- লিভারপুল ও ম্যানসিটি। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয় হয়েছে সিটিজেনদের। ৩৮ ম্যাচে ৯৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে তারা। আর ম্যানসিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে হয়েছে লিভারপুলকে। মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকার কারণে শিরোপা হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশ অলরেডদের কোচ জার্গেন ক্লপ।
×