ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রথম জয় ফিলিপিন্সকে হারিয়ে

প্রকাশিত: ১১:৪১, ১৮ জুলাই ২০১৯

 বাংলাদেশের প্রথম জয় ফিলিপিন্সকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের চোনবুরিতে অনুষ্ঠেয় ইনডোর এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারার পর তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ দল। বুধবার তারা ফিলিপিন্সের বিরুদ্ধে বড় জয় কুড়িয়ে নিয়েছে। জিতেছে ৯-০ গোলে। ইনডোর হকিতে এটাই বাংলাদেশের প্রথম জয়। এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থানের জন্য আশা বাঁচিয়ে রাখলো লাল-সবুজবাহিনী। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ খেলবে তারা। আগের দুই ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ এবং বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে ৮-০ গোলে হেরেছিল জিমি-শিতুলরা। তবে বুধবার তারা খেলতে নামে বেশ উজ্জীবিত হয়েই। খেলার শুরু থেকেই প্রতিপক্ষের দুর্গে বারবার আক্রমণ শানিয়ে চেষ্টা করতে থাকে গোল করার। প্রথমার্ধেই এগিয়ে যায় ৬-০ গোলে। দ্বিতীয়ার্ধে করে আরও ৩ গোল। ডাবল হ্যাটট্রিক করেন মাইনুল ইসলাম কৌশিক। গোলগুলো তিনি করেন ৪, ৫, ১১, ২০, ৩০ ও ৩৬ মিনিটে। ১৭ ও ৩৩ মিনিটে দুটি গোল করেন রাসেল মাহমুদ জিমি। এছাড়া পেনাল্টি কর্নার থেকে ৯ মিনিটে একটি গোল করেন দলের সহ-অধিনায়ক আশরাফুল ইসলাম।
×