ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত ১৩৮ সহকারী শিক্ষক পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১১:৫৭, ১৮ জুলাই ২০১৯

 এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত ১৩৮ সহকারী শিক্ষক পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত ১৩৮ জনের জন্য আইসিটি সহকারী শিক্ষক পদ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশের কপি পাওয়ার পর ৬ মাসের জন্য এই ১৩৮টি পদ সংরক্ষণ করতে বলা হয়েছে। এদিকে যথাযথ পদ্ধতি অনুসরণ না করে প্রতিবেদন পাঠানোর ব্যাখ্যা দিতে ভোলা জেলার পুলিশ সুপারকে (এসপি) তলব করেছে হাইকোর্ট। দুই বাসের চাপায় হাত হারানোর পর মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীবের দুই ভাইকে ২৫ লাখ করে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার রায় স্থগিত করেননি চেম্বার আদালত। বুধবার চেম্বার জজ আদালত ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। অন্যদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষে দুর্ঘটনায় বর-কনেসহ ১১ জন নিহত হওয়ায় তাদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার জন্য আইনী (লিগ্যাল) নোটিস পাঠানো হয়েছে। সারাদেশে মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত ১৩৮ জনের জন্য আইসিটি সহকারী শিক্ষক পদ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পৃথক দুটি রিট শুনানি নিয়ে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ আবদুল্লাহ আল মাহমুদ বাশার। সারাদেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৩৮ শিক্ষকের তাদের এনটিআরসিএ কর্তৃক প্রাপ্ত নিয়োগের সুপারিশের আলোকে যোগদানপত্র গ্রহণ করার জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। একইদিন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোঃ ওমর ফারুক মোল্লা, ওসমান গণি, মোঃ বদর উদ্দিন, মোঃ আসাদুল্লাহ, মোঃ এনামুল হক, মোঃ সুজন মিয়া, মোঃ তবারক হোসেন, উৎপল দত্ত, মোঃ লুৎফর রহমান, মোছাঃ রুপালী খাতুনসহ ১৩৮ জন আরেকটি রিট দায়ের করেন। লিগ্যাল নোটিস প্রদান ॥ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষে দুর্ঘটনায় বর-কনেসহ ১১ জন নিহত হওয়ায় তাদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার জন্য আইনী (লিগ্যাল) নোটিস পাঠানো হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় আহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। রেল মন্ত্রণালয় সচিব, বাংলাদেশে রেলওয়ের মহাপরিচালক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) সচিব এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীকে এ নোটিস পাঠানো হয়। বুধবার মানবাধিকার সংগঠন ল’ এ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রেজিস্ট্রি ও ডাকযোগে নোটিসটি পাঠান সুপ্রীমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব। ভোলার এসপিকে তলব ॥ যথাযথ পদ্ধতি অনুসরণ না করে প্রতিবেদন পাঠানোর ব্যাখ্যা দিতে ভোলা জেলার পুলিশ সুপারকে (এসপি) তলব করেছে হাইকোর্ট। আগামী ২০ আগস্ট আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল। ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল ॥ দুই বাসের চাপায় হাত হারানোর পর মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীবের দুই ভাইকে ২৫ লাখ করে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার রায় স্থগিত করেননি চেম্বার আদালত। বিষয়টি শুনানির জন্য আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছে আদালত। আগামী ১৩ অক্টোবর আপীল বিভাগে শুনানি হবে। বুধবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্বজন পরিবহনের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মোঃ নুরুজ্জামান ননী এ আদেশ দেন।
×