ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘যত ত্রাণ চাওয়া হবে তত দেয়া হবে’

প্রকাশিত: ১১:৫৮, ১৮ জুলাই ২০১৯

 ‘যত ত্রাণ চাওয়া হবে তত দেয়া হবে’

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ১৭ জুলাই ॥ ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, যত ত্রাণের জন্য বলা হবে তত ত্রাণ দেয়া হবে। দুর্যোগ সহনীয় পাকা ঘর নির্মাণ করে দেয়া হবে। বন্যা দুর্গতদের মাঝে আগামী ঈদে ১৫ কেজি চাল দেয়া হবে। বন্যাদুর্গত এলাকার শিশুদের জন্য ও গবাদিপশু রক্ষণাবেক্ষণে টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। ত্রাণের কোন অপ্রতুলতা নেই। বরাদ্দের ২শত মেট্টিক টন চাল এখনও রয়েছে। বুধবার দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম বলেন, বন্যা প্রতিবছর বাংলাদেশে হয়। ভারত থেকে আসা পানিতে বাংলাদেশের কয়েকটি জেলার কিছু অংশ প্লাবিত হয়।
×