ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুয়া পরিচয়ে তদবিরে গিয়ে আটক

প্রকাশিত: ১১:৫৮, ১৮ জুলাই ২০১৯

 ভুয়া পরিচয়ে তদবিরে গিয়ে আটক

বিশেষ প্রতিনিধি ॥ ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) ভুয়া পরিচয় দিয়ে সচিবালয়ে তদবির করতে গিয়ে ধরা পড়েছেন শাহিনুল ইসলাম নামের এক ব্যক্তি। বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে আটক করা হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (উর্ধতন নিয়োগ-১ অধিশাখা) মোঃ তমিজুল ইসলাম খানের কাছে ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে তদবির করতে আসেন শাহিনুল। এর আগেও তিনি তদবির করেছেন। এবার সন্দেহ হলে তাকে জেরা করা হয়। এরপরই তিনি স্বীকার করেন, তিনি ডিজিএফআইয়ে কাজ করেন না। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শাহিনুল ইসলামের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দিতে। তার বাবার নাম সাইদুর রহমান। বর্তমানে তিনি মিরপুরের কাজীপাড়ায় থাকেন। আটক শাহিনুলের কাছে তথ্য অধিদফতরের একটি এ্যাক্রিডিটেশন কার্ডও পাওয়া গেছে।
×