ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত কবে পাচ্ছে এস-৪০০?

প্রকাশিত: ০০:০৬, ১৮ জুলাই ২০১৯

ভারত কবে পাচ্ছে এস-৪০০?

অনলাইন ডেস্ক ॥ ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক বলেছেন, ২০২৩ সালের এপ্রিলের মধ্যে রাশিয়া ভারতের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করবে। সম্প্রতি ভারত রাশিয়ার সঙ্গে পাঁচটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করেছে বলে তিনি জানান। ২০১৮ সালের অক্টোবরে ভারত ও রাশিয়া প্রায় সাড়ে পাঁচশ’ কোটি ডলারের একটি চুক্তিতে সই করেছে। ওই চুক্তি অনুযায়ী এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে রাশিয়া। ভারত রাশিয়ার সঙ্গে এস-৪০০ কেনার চুক্তির করার পর আমেরিকা উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে। মার্কিন হুমকি প্রসঙ্গে গতকাল ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, ভারতের এস-৪০০ কেনার প্রয়োজন রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন হুমকি উপেক্ষা করে তুরস্কও রাশিয়া থেকে এস-৪০০ কিনেছে। এরইমধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কয়েকটি চালান তুরস্কের কাছে হস্তান্তরও করা হয়েছে। আগামী বছরের এপ্রিলের মধ্যেই তুরস্কে এসব ব্যবস্থা মোতায়েনের কাজ পুরোপুরি শেষ হবে।
×