ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেশবপুরে ২৬৩ ছাত্রীকে নতুন সাইকেল প্রদান

প্রকাশিত: ০৪:০৫, ১৮ জুলাই ২০১৯

  কেশবপুরে ২৬৩ ছাত্রীকে নতুন সাইকেল প্রদান

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ বৃহস্পতিবার কেশবপুরের বিভিন্ন বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এডিবি’র অর্থায়নে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে স্কুলে যাবার জন্য দেওয়া এই বাই সাইকেল বিতরণ করেন কেশবপুরের সাংসদ ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমানের সভাপতিত্বে বাই সাইকেল বিতরন অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ, শিক্ষা অফিসার আকবার হোসেন প্রমুখ। কেশবপুরের ২শ’২৪টি বিদ্যালয়ের ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেনীর ২শ’৬৩ জন ছাত্রীকে নতুন বাই সাইকেল দেওয়া হয়। বাই সাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ইসমাত আরা সাদেক বলেন, বাল্য বিবাহ ও ঝরে পড়া রোধ করতে প্রধানমন্ত্রী নানামূখী পদক্ষেপ গ্রহন করেছেন। তারই অংশ হিসেবে আজ ছাত্রীদের বাই সাইকেল প্রদান করা হলো। এরপর সাংসদ ইসমাত আরা সাদেক উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষমেলা ও মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
×