ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীর ৩৮ নারী-পুরুষ পেলেন বাদশা অনুদান

প্রকাশিত: ০৪:২৫, ১৮ জুলাই ২০১৯

  রাজশাহীর ৩৮ নারী-পুরুষ পেলেন বাদশা অনুদান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ৩৮ জন অসহায়, দুস্থ ও অসুস্থ নারী-পুরুষকে আর্থিক অনুদান দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নগরীর কোর্ট হড়গ্রাম এলাকায় তার বাসায় অনুদানের এসব চেক বিতরণ করেন তিনি। এ দিন প্রত্যেককে ১০ হাজার টাকার করে চেক দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সংসদ সদস্য হিসেবে ২০১৮-১৯ অর্থবছরে তিনি নিজের ঐচ্ছিক তহবিলে যে বরাদ্দ পান সেখান থেকে এই অনুদান বিতরণ করা হলো। অনুদানপ্রাপ্তদের বাড়ি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায়। চেক বিতরণের সময় রাজশাহী সদরের টানা তিন মেয়াদের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ঐচ্ছিক তহবিলে টাকা পেলে তিনি সব সময় গরীব-অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন। অসুস্থদের দিয়েছেন, যেন এ টাকায় তারা চিকিৎসা করে নিজের জীবন রক্ষা করতে পারে।
×