ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পুরস্কার পাচ্ছেন ইউপি চেয়ারম্যান পিকলু

প্রকাশিত: ০৪:৪৫, ১৮ জুলাই ২০১৯

   জাতীয় পুরস্কার পাচ্ছেন ইউপি চেয়ারম্যান পিকলু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৮ পাচ্ছেন ডিজিটাল চেয়ারম্যান হিসেবে বরিশাল জেলার দুইবারের শ্রেষ্ঠ গৌরনদীল মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। জলবায়ুর প্রভাব মোকাবেলায় গ্রামীণ সড়কের দুইপাশে ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিত্যক্ত জমিতে নিজস্ব উদ্যোগে বিভিন্নজাতের ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করায় এ পুরস্কারের জন্য তাকে (পিকলু) মনোনীত করা হয়। আগামী ২১ জুলাই রবিবার বিকেল তিনটায় ঢাকার আগারগাঁও বন ভবনের হৈমন্তি অডিটরিয়ামে তাকে এ পুরস্কারে ভূষিত করা হবে। বিষয়টি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবুল কালাম স্বাক্ষরিত পত্রে নিশ্চিত হওয়া গেছে। তালের চারা রোপণঃ সরকারী রাস্তার দুইপাশে তাল ও খেজুরের প্রদর্শনী করার লক্ষ্যে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার সড়কে বৈজ্ঞানিক উপায়ে উৎপাদিত তাল চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাল চারা রোপনের উদ্বোধণ করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক বন্ধু সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান, হাসান আল মামুন উপস্থিত ছিলেন।
×