ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে দুই উপজেলার শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে

প্রকাশিত: ০৬:০৩, ১৮ জুলাই ২০১৯

  টাঙ্গাইলে দুই উপজেলার শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ গতকয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে যমুনা, ধলেশ্বরী, ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে টাঙ্গাইলে দুই উপজেলার শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এদিকে আজ বৃহস্পতিবার ভোর রাতে ভূঞাপুর উপজেলার তাড়াই এলাকার পানির প্রবল স্্েরাতে মাটির কাঁচা সড়ক ভেঙে প্রায় ১০টির অধিক গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। স্রোতের তোড়ে ভেসে গেছে স্কুল ও বেশকয়েকটি বাড়ী। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে বাঁধ রক্ষায় কোন উদ্যোগ না নেয়ায় গ্রামবাসী চেষ্টা করেও বাঁধটি রক্ষা করতে পারেনি। এছাড়া জেলার সদর ও ভূঞাপুর উপজেলার বেশকয়েকটি ইউনিয়নের গ্রামগুলো বন্যা কবলিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। গবাদিপশু নিয়ে পড়েছেন বিপাকে। টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর, কাকুয়া ও কাতুলী ইউনিয়ন ও ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, গাবসারা, অজূর্না ইউনিয়নের চরাঞ্চল ও নিন্মাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়ে পড়েছে। এতে শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকার মানুষের বিশুদ্ধ খাবার পানি ও বাসস্থানের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ২০০ মেট্রিক টন চাল ও তিন লাখ টাকা বিতরণের কথা জানালেও অধিকাংশ বানভাসি ত্রাণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
×