ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গত বছর ২৩৪ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৫, ১৮ জুলাই ২০১৯

   গত বছর ২৩৪ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের ক্রমাগত চাহিদা পূরণের মাধ্যমে বিদেশী মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে গত অর্থবছরে (২০১৮-১৯) ২৩৩ কোটি ৯০ লাখ ডলার আন্তঃব্যাংক বাজারে বিক্রি করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, আগের অর্থবছরের চেয়ে যা এক দশমিক ২১ শতাংশ বেশি। এর আগের অর্থবছরে (২০১৭-১৮) আন্তঃব্যাংক বাজারে ২৩১ কোটি ১০ লাখ ডলার বিক্রি করেছিল সংস্থাটি। এই দুই অর্থবছরে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে কোন ডলার কেনেনি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, গত দুই-আড়াই বছর ধরে ডলারের দর উর্ধমুখী ধারায় রয়েছে। এই সময়ে বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়। জানা গেছে, গত এক বছরে ডলারের বিপরীতে টাকার অবচিতি ঘটেছে এক দশমিক ৫৩ শতাংশ। প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি বছরের মার্চ শেষে ডলারের মূল্যমান ছিল বাংলাদেশী মুদ্রায় ৮৪ দশমিক ২৫ টাকা। ২০১৮ সালের মার্চে এই দর ছিল ৮২ দশমিক ৯৬ টাকা। সে হিসেবে এক বছরে টাকার অবচিতি হয়েছে এক দশমিক ৫৩ শতাংশ। এদিকে ডলারের দর উর্ধমুখী থাকায় অন্য যেকোন অর্থবছরের তুলনায় গত অর্থবছরে রেমিটেন্স বেশি এসেছে। গত অর্থবছরে বৈধপথে এক হাজার ৬৪০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।
×