ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাধ্যতামূলক বীমার আওতায় আসছে বিদেশগামী প্রবাসী শ্রমিকরা

প্রকাশিত: ০৭:৩৭, ১৮ জুলাই ২০১৯

  বাধ্যতামূলক বীমার আওতায় আসছে বিদেশগামী প্রবাসী শ্রমিকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশগামী কর্মীদের জন্য বাধ্যতামূলক বীমা সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় সুত্র জানায়, ৩১ জুলাই থেকে প্রস্তাবিত এ সুবিধা চালু করবে সাধারণ বীমা কর্পোরেশন। ১৮ থেকে ৫৮ বছর বয়সী যেকোনো কর্মীকে বিদেশ যাওয়ার আগে বীমা করতে হবে। বীমার মেয়াদ থাকবে দুই বছর। তবে তা নবায়ন করতে পারবেন প্রবাসী কর্মীরা। বিদেশে মৃত্যু বা শারীরিক অক্ষমতা দেখা দিলে ক্ষতিগ্রস্তরা বীমা সুবিধার আওতায় ২ লাখ টাকা বীমা দাবি পাবেন। এক্ষেত্রে বীমা প্রিমিয়াম ৯৯০ টাকা যার ৫০০ কর্মীদের পক্ষে পরিশোধ করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। আর প্রিমিয়ামের বাকী ৪৯০ টাকা দিতে হবে বিদেশগামী কর্মীদের।
×