ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলযোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৮:০৪, ১৮ জুলাই ২০১৯

 জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলযোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ টানা কয়েকদিনের বন্যায় জামালপুর জেলার সাতটি উপজেলায় জনজীবন বিপর্যস্ত এবং সড়ক ও রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যমুনা নদীর পানি হুহু করে বাড়ছে। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বৃহস্পতিবার বিকেল থেকে যমুনা নদীর পানি বিপদসীমার ১৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জামালপুর-সরিষাবাড়ী সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, যমুনাতীরবর্তী দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা ছাপিয়ে বন্যার পানি আসতে থাকায় বুধবার বিকেল থেকে সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এদুটি উপজেলায় অন্তত: দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুটি উপজেলার মধ্যে সরিষাবাড়ী উপজেলার পাঁচটি ইউনিয়ন ও সরিষাবাড়ী পৌর এলাকা সম্পূর্ণরূপে বন্যাকবলিত হয়েছে। সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার, আরামনগর বাজার, বাসস্ট্যান্ড এলাকা, খাদ্যগুদাম ও সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সর্বত্র প্রায় কোমরসমান পানি প্রবাহিত হচ্ছে। সরিষাবাড়ী পৌর এলাকার সকল দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। এছাড়া বন্যায় এ উপজেলার সাতপোয়া, কামরাবাদ, পোগলদিঘা, আওনা, ডোয়াইল ও পিংনা ইউনিয়নে বাড়িঘর- রাস্তায় বন্যার পানি উঠায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভাটারা ও মহাদান ইউনিয়নের আংশিক বন্যা দেখা দিয়েছে। এ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা, তুলসীরচর ও লক্ষ্মীরচর এই পাঁচটি ইউনিয়নে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বুধবার রাত থেকে জামালপুর-সরিষাবাড়ী সড়কের কেন্দুয়া এলাকায় বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে সরিষাবাড়ীর সাথে জেলা সদরের সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এছাড়াও বন্যার পানির তোড়ে মাদারগঞ্জ উপজেলায় যমুনা নদীর চরনাদাগাড়ি বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে জামালপুর-মাদারগঞ্জ ও মাদারগঞ্জ-ভাটারা রাস্তার বিভিন্ন স্থানে বন্যার প্রবাহিত হওয়ায় কার্যত জেলা সদরের সাথে এ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এদিকে বুধবার রাত থেকে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলপথের জামালপুর-কেন্দুয়া ও সরিষাবাড়ী-বয়ড়া সেকশনের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর দিয়ে প্রবল বেগে বন্যার পানি গড়াচ্ছে। অনেক স্থানে রেললাইন ডুবে গেছে। অনেক স্থানে বন্যার পানি রেললাইন ছুঁই ছুঁই করছে। রক্ষণাবেক্ষণের অভাবে আগে থেকেই ঝুঁকিপূর্ণ এই রেলপথ এবারের বন্যায় আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে বন্যার কারণ দেখিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার রাত ১০টা থেকে এই রেলপথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে। এই রেলপথে চলাচলকারী ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর যমুনা ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৩৭ নং আপ মেইল ট্রেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ধলেশ^রী মেইল ট্রেন এবং একটি লোকাল ট্রেন জামালপুর রেলস্টেশন পর্যন্ত চলাচল করছে।
×