ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নারী ফুটবল প্রশিক্ষণের সমাপনী

প্রকাশিত: ০৮:১১, ১৮ জুলাই ২০১৯

 নারী ফুটবল প্রশিক্ষণের সমাপনী

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ সদর উপজেলায় শেষ হলো অনুর্ধ-১৬ বালিকাদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট তুলে দেন কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বিলকিস আক্তার। কিশোরগঞ্জ সদর উপজেলার ৬ স্কুলের ৪৮ বালিকা নিয়ে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় গত ৮ জুলাই থেকে। ১০ দিনের এই প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করেন রিপেল হাসান এবং শিলা আক্তার। ক্যাম্প শেষে খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই মেয়েদের নিয়মিত মাঠে রাখার জন্য চলতি মাসে মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
×