ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৮:৫৮, ১৯ জুলাই ২০১৯

 শেরপুর সীমান্তে  বন্যহাতির মৃতদেহ  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৮ জুলাই ॥ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকা থেকে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। খবর পেয়ে শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ময়নাতদন্ত শেষে মৃত হাতিটিকে একই এলাকায় মাটিচাপা দেয়া হয়। জানা যায়, বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী উপজেলার অবকাশ কেন্দ্র সংলগ্ন গজনী লেকের পশ্চিম পার্শ্বে বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করে। বন বিভাগের গজনী বিট কর্মকর্তা শাহ আলম বলেন, মৃত হাতিটি মাদি। হাতিটির শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে এটি মারা গেছে।
×