ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা এখনও গুরুতর অসুস্থ ॥ রিজভী

প্রকাশিত: ১০:২১, ১৯ জুলাই ২০১৯

 খালেদা এখনও গুরুতর অসুস্থ ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে দেড় বছর ধরে কারারুদ্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়া এখনও গুরুতর অসুস্থ। অথচ তাকে জামিনে বাধা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, বরিশালের সমাবেশে যেন লোক সমাগম বেশি না হয় সে জন্য পদে পদে বিএনপি নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে। রিজভী বলেন, বিচার বিভাগসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় ক্যাডারদের নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। গণতন্ত্রের অভাবে শাসন কাঠামো ভেঙ্গে পড়েছে। আর সরকার উন্নয়নের কথা বললেও বাস্তবে জনগণের কোন উন্নয়ন হচ্ছে না। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, উন্নয়নের ঢোল বাজানো বন্ধ করুন। দেশের দরিদ্র মানুষকে নিয়ে তামাশা করবেন না। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন। রিজভী বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও), শিশু তহবিল ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) ও বিশ্ব খাদ্য কর্মসূচীর উদ্যোগে ‘বিশ্বের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বাস্তবতা ২০১৯’ শিরোনামে যৌথভাবে প্রণীত নতুন প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে ২ কোটি ৪২ লাখ মানুষ ভালভাবে খেতে পায় না। পর্যাপ্ত খাবারের অভাবে বাংলাদেশে প্রতি ৬ জন মানুষের মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে। গত এক দশকে এদেশে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা অন্তত ১০ লাখ বেড়েছে। রিজভী বলেন, আওয়ামী নেতা হানিফ সাহেব বলেছেন, ‘বিএনপি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না।’ এই কথায় প্রমাণিত হলো যে, প্রধানমন্ত্রীর ইচ্ছার কারণেই খালেদা জিয়া কারাবন্দী। রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকেও সাজানো মামলায় সাজা দেয়া হয়েছে। রিজভী বলেন, গত ১০ বছরে দেশের ধনীরা আরও ধনী এবং গরিবরা আরও গরিব হয়েছে। নজিরবিহীন দলীয়করণ, প্রশাসন ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও ক্ষয়িষ্ণু করেছে আওয়ামী লীগ সরকার। জবাবদিহিতার অভাব, অকার্যকর সংসদ ও দুর্নীতিকে লাগামহীন পর্যায়ে নিয়ে গেছে বর্তমান সরকার।
×