ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতে অভিযান জোরদারের তাগিদ

প্রকাশিত: ১০:২১, ১৯ জুলাই ২০১৯

 ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতে অভিযান জোরদারের তাগিদ

সংসদ রিপোর্টার ॥ ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে ঢাকাসহ সারাদেশে সারাবছর সার্বক্ষণিকভাবে ভেজালবিরোধী অভিযান জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃস্পতিবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়। কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হাজি সেলিম, আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আতাউর রহমান খান ও আঞ্জুম সুলতানা অংশগ্রহণ করেন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদফতরের মহাপরিচালক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় মোহাম্মদ নাসিম বলেন, জাতিকে মরণব্যাধি ক্যান্সারসহ অন্য জটিল রোগ থেকে রক্ষা করতে ভেজালমুক্ত খাদ্য গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা ও সমন্বিত কর্ম প্রচেষ্টার বিকল্প নেই। পৃথিবীর অন্য দেশের আইন ও গৃহীত পদক্ষেপের আলোকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করতে হবে।
×