ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ১৪ ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ১০:৪৯, ১৯ জুলাই ২০১৯

 কাঁঠালবাড়ি-শিমুলিয়া  নৌপথে ১৪ ফেরি  চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ জুলাই ॥ অস্বাভাবিক হারে পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে তীব্র ঘূর্ণিস্রোতের কারণে ১৭ ফেরির মধ্যে ১৪ ফেরির পারাপার বন্ধ হয়ে গেছে। ঝুঁকি নিয়ে কোনমতে তিনটি ফেরি চলাচল করছে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন আটকে পড়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গত ৫ দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। উজান থেকে বন্যার পানি নেমে আসায় পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়ে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে স্রোতের গতিবেগ বেড়েছে। মূল নদী থেকে লৌহজং টার্নিং-এর প্রবেশ মুখে সৃষ্টি হয়েছে ভয়াবহ ঘূর্ণিবর্ত। স্রোতের গতিবেগ বৃদ্ধি পেলে স্রোতের সঙ্গে চলতে না পারায় বুধবার সন্ধ্যায় সকল ডাম্ব ফেরিসহ ১৪ ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাকি তিন ফেরি দিয়ে কোনমতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। চলমান ফেরিগুলোও ঝুঁকি নিয়ে দীর্ঘ সময় ব্যয় করে পদ্মা পাড়ি দিচ্ছে। এতে কাঁঠালবাড়ি ঘাটে ৬ শতাধিক যানবাহনসহ উভয় পাড়ে সহস্রাধিক যানবাহন আটকে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আবদুস সালাম বলেন, ‘পদ্মায় পানি বৃদ্ধির হার অস্বাভাবিক। ফলে লৌহজং টার্নিং এ ঘূর্ণিবর্ত আরও বেগবান হয়েছে, নদীতে স্রোতও বেড়েছে। ডাম্ব ফেরিসহ বেশিরভাগ ফেরি সন্ধ্যা থেকেই বন্ধ। ৩/৪টি ফেরি কোনমতে চললেও পারাপারে অনেক সময় লাগছে।’
×