ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৯, ১৯ জুলাই ২০১৯

 পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেফতার করেছে দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল এ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। বৃহস্পতিবার এনএবি’র এক মুখপাত্র একথা জানিয়েছেন। কিসের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো তা জানাননি তিনি। খবর জিও নিউজের। তবে দুর্নীতির অভিযোগে আব্বাসিকে গ্রেফতার করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে তার দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন)-এর প্রকাশ করা গেফতারি পরোয়ানার কপি থেকে। পিএমএল-এন’র প্রেসিডেন্ট শাহবাজ শরীফ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যোগ দিতে লাহোরে যাওয়ার সময় আব্বাসিকে গ্রেফতার করা হয়। দলটির নেতা আহসান ইকবাল পরে জিও নিউজকে আব্বাসি গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত করেন। ২০১৭-১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে কয়েক শ’ বিলিয়ন ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আছে আব্বাসির বিরুদ্ধে। পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী পিএমএল-এন প্রধান নওয়াজ শরীফকে সুপ্রীমকোর্ট প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার পর এ পদে আসীন হয়েছিলেন শহীদ খাকান আব্বাসি।
×