ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোনাল্ডোর সতীর্থ হলেন ডি লিট

প্রকাশিত: ১১:২৯, ১৯ জুলাই ২০১৯

 রোনাল্ডোর সতীর্থ হলেন ডি লিট

স্পোর্টস রিপোর্টার ॥ স্বদেশী ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন তরুণ ডাচ সেন্ট্রাল ডিফেন্ডার ম্যাথিজ ডি লিট। ১৯ বছর বয়সী উঠতি এই তারকার সঙ্গে বৃহস্পতিবার চুক্তি করেছে তুরিনের ওল্ড লেডিরা। এর ফলে সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সতীর্থ হতে পারলেন সম্ভাবনাময় এই ফুটবলার। পাঁচ বছরের চুক্তির পর বিজ্ঞপ্তিতে জুভেন্টাস জানায়, পাঁচ বছরে ৭৫ মিলিয়ন ইউরো পরিশোধ করা হবে। সেই সঙ্গে বাড়তি খরচ হিসেবে তাদের গুনতে হবে আরও ১০.৫ মিলিয়ন ইউরো। অর্থাৎ ডি লিটকে নিতে জুভেন্টাসকে গুনতে হচ্ছে তাদের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ অর্থ। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে রোনাল্ডোকে দলভুক্ত করার জন্য ১০৫ মিলিয়ন ইউরো ব্যয় করেছিল জুভেন্টাস। যা ছিল ক্লাবটির ইতিহাসে কোন একক খেলোয়াড়কে কিনতে সর্বাধিক ব্যয়। এর আগে ২০১৬ সালে গঞ্জালো হিগুয়াইনকে দলভুক্ত করতে ইতালীয় জায়ান্টরা ব্যয় করেছিল ৯০ মিলিয়ন ইউরো। সাম্প্রতিক বছরগুলোতে দারুণ ধারাবাহিক পারফর্মেন্স প্রদর্শন করে চলেছেন ডি লিট। গত মৌসুমে আয়াক্সকে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে পৌঁছে দেয়া এই তরুণ তারকাকে দলভুক্ত করতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সিলোনা ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। তবে তিনি রোনাল্ডোর ক্লাবকেই বেছে নিয়েছেন। অবশ্য ডি লিটের আয়াক্স সতীর্থ ২২ বছর বয়সী মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জং যোগ দিয়েছেন বার্সিলোনায়। আয়াক্সের হয়ে ১১৭ ম্যাচে ডি লিট ডিফেন্ডার হয়েও করেছেন ১৩ গোল। তুরিনে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে জয়সূচক গোলটিও তিনিই করেছিলেন। যে কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছিল রোনাল্ডোদের। এদিকে জাপানের উদীয়মান উইঙ্গার হিরোকি এ্যাবের সঙ্গে চুক্তি করেছে বার্সিলোনা। ২০ বছর বয়সী এই জাপানী তারকার সঙ্গে চুক্তিবদ্ধ করতে কাতালানরা ১.১ মিলিয়ন ইউরো পরিশোধ করেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাকে রিজার্ভ দলে অন্তর্ভুক্ত করেছে বার্সিলোনা। তৃতীয় বিভাগের স্প্যানিশ সেগুন্দা-বি দলের হয়ে খেলবেন তিনি। বার্সিলোনা জানায়, চার বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। যদি তিনি মূল দলে উন্নীত হতে পারেন তাহলে ৪০ মিলিয়ন ইউরো প্রদানের শর্ত এতে সংযুক্ত করা হয়েছে। যা পরবর্তীতে ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকছে। নিজেদের ওয়েবসাইটকে বার্সা জানায়, আসন্ন ২০২০ টোকিও অলিম্পিক গেমসের জন্য তাকে বড় তারকা হিসেবে বিবেচনা করছে জাপান। গত মাসে কোপা আমেরিকায় জাপানের হয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটে এ্যাবের। আক্রমণভাগের যে কোন পজিশনে খেলার মতো দক্ষতা আছে তার। তবে বাঁ প্রান্তে উইঙ্গার হিসেবে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ২০১৮ সালে জে লীগের বর্ষসেরা উদীয়মান তারকার খেতাব লাভ করেন এ্যাবে। তার ক্লাব কাশিমা তার তারকা দ্যুতিতে ভর করে একই মৌসুমে লীগ শিরোপার পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করে। ক্লাবটির হয়ে গত তিন মৌসুমে ৭৯ ম্যাচ খেলে এ্যাবে গোল করেছেন ১০টি। এর আগে গত মাসে ‘জাপানের মেসি’ খ্যাত টিনএজার তারকা তাকেফুসা খুবোকে এফসি টোকিও থেকে দলে ভিড়িয়েছে আরেক স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ।
×