ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অমিতাভ বচ্চনের বিদ্রুপ আইসিসিকে

প্রকাশিত: ১১:৩১, ১৯ জুলাই ২০১৯

 অমিতাভ বচ্চনের বিদ্রুপ  আইসিসিকে

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শেষ হলেও ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনার শেষ নেই এখনও। লর্ডসের এই রুদ্ধশ্বাস ফাইনাল নিয়ে আরও বহুদিন আলোচনা চলবে। ইংল্যান্ড বিশ্বকাপ জিতলেও জয়ের নিয়মের জটিলতায় হারিয়ে গেছে বিজয়ী দলকে নিয়ে আলোচনা। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে ইংল্যান্ডের জয়ের নিয়ম। বাউন্ডারির (চার) বিচারে বিজয়ী ঘোষণা করার অদ্ভুত এই আইনের সমালোচনায় মেতেছে গোটা বিশ্ব। যেখানে নির্ধারিত ও সুপার ওভার মিলিয়ে ইংল্যান্ডের বাউন্ডারি ২৪ আর নিউজিল্যান্ডের ১৬টি। ভারতের বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনও বসে নেই। মজা করেই আইসিসিকে একহাত নিয়েছেন তিনি। ৭৬ বছরের এই অভিনেতা টুইটারে অদ্ভুত উপমা ব্যবহার করে লিখেছেন, ‘ধরুন আপনার কাছে ২০০০ টাকা আছে, আমার কাছেও তাই আছে। কিন্তু আপনার আছে একটি ২০০০ টাকার নোট আর আমার কাছে আছে ৪টি ৫০০ টাকার নোট! এখন বলুন তো কে বেশি ধনী? আইসিসি- যার কাছে ৪টি ৫০০ টাকার নোট আছে সেই বেশি ধনী! প্রণাম গুরুদেব।’ বলিউড মহানায়কের এই রসিকতা আইসিসির নজর পড়েছে কিনা জানা নেই। বিশ্বকাপ জয়ের এক আলাদা তৃপ্তি আছে। কিন্তু একটু হলেও যেন কলঙ্কের দাগ লেগে রইল ইংলিশদের প্রথমবার বিশ্বকাপ জয়ের আনন্দে। ১০০ ওভারের ম্যাচ শেষ হয় সমান সমান অবস্থায়। সুপার ওভারও শেষ হয় অমীমাংসিতভাবে। এই অবস্থায় কী করে পার্থক্য গড়ে দিতে পারে শুধু বাউন্ডারি মারার সংখ্যা? এই প্রশ্নই এখন তুলেছেন সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা। চার বছরের অপেক্ষা। ১০ দলের লড়াই। ৪৪ দিন ধরে চলা মেগা টুর্নামেন্ট। একাধিক টানটান ম্যাচ। সেই টুর্নামেন্টের মীমাংসা হলো কি না দুই দলের মধ্যে কে বেশি বাউন্ডারি দিয়ে!
×