ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের সেরা মুহূর্তে সাকিব চারে

প্রকাশিত: ১১:৩১, ১৯ জুলাই ২০১৯

 বিশ্বকাপের সেরা মুহূর্তে সাকিব চারে

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বিশ্বকাপে স্বপ্নময় এক যাত্রা ছিল সাকিব আল হাসানের। দুর্দান্ত পারফর্মারদের তালিকায় অন্যতম এক অবস্থানে ছিলেন তিনি। অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে বেশ ভালভাবেই এগিয়ে ছিলেন। তবে দুর্দান্ত অধিনায়কত্ব আর ব্যাটিং নৈপুণ্যে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার কারণে কেন উইলিয়ামসনই হয়েছেন শেষ পর্যন্ত বিশ্বকাপের সেরা খেলোয়াড়। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের বিবেচনায় উইলিয়ামসনকে অধিনায়ক করে যে একাদশ দিয়েছে তাতে আছেন সাকিব। তবে কিউই অলরাউন্ডার জিমি নিশামকে রেখে চমক দিয়েছে তারা। একই সঙ্গে এবারের বিশ্বকাপে সেরা ১০টি মুহূর্তকে বাছাই করেছে ইএসপিএন ক্রিকইনফো। সে তালিকাতেও সাকিব আছেন চার নম্বরে। সাকিব এবার বিশ্বকাপে ব্যাট হাতে তিন নম্বরে অন্য যে কোন দলের ব্যাটসম্যানের চেয়ে ছিলেন উজ্জ্বল। ৮ ম্যাচে ৫টি ফিফটি ও ২টি সেঞ্চুরিসহ তিনি ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন। এর পাশাপাশি বল হাতে শিকার করেন ১১ উইকেট। তাই বিভিন্ন সংবাদমাধ্যম, ক্রিকেটবোদ্ধাদের দৃষ্টিতে এবার বিশ্বকাপের সেরা একাদশের সবগুলোতেই আছেন বাংলাদেশের এ বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো’র দৃষ্টিতেও তিনি বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এ দলটিরও অধিনায়ক হয়েছেন কিউই দলপতি উইলিয়ামসন। বিশ্বকাপ ইতিহাসে দেশের পক্ষে এক আসরে সর্বাধিক ৫৭৮ রান করেছেন এবারই। আর দলকেও একাই টেনে তুলেছেন ফাইনালে। তাই তার কাঁধেই নেতৃত্ব তুলে দিয়েছে ক্রিকইনফো। তার দল থেকে গতিময় পেসার লোকি ফার্গুসন এবং পেস অলরাউন্ডার জিমি নিশাম জায়গা করে নিয়েছেন। ভারতের পক্ষে একাদশে আছেন ওপেনার রোহিত শর্মা, পেসার জাসপ্রিত বুমরা। উইকেটরক্ষক হিসেবে আছেন অস্ট্রেলিয়ার এ্যালেক্স ক্যারি। এছাড়া চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার ও পেস অলরাউন্ডার বেন স্টোকস ৫ নম্বর ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন। রোহিতের ওপেনিং সঙ্গী হয়েছেন ইংল্যান্ডের জেসন রয়। সেরা একাদশের পাশাপাশি ক্রিকইনফো বাছাই করেছে বিশ্বকাপের সেরা ১০ মুহূর্ত। সে তালিকায় ৪ নম্বরে ঠাঁই পেয়েছেন সাকিব। এর মধ্যে সেরা ৫টি মুঞূর্ত হচ্ছে- ১. শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ ॥ বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল ছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি। যেখানে টাই হয় মূল ম্যাচ, পরে মীমাংসা করতে গেলে টাই হয় সুপার ওভারও। যে কারণে বাউন্ডারি সংখ্যার ওপর ভিত্তি করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় স্বাগতিক ইংল্যান্ডকে। ২. গাপটিলের সরাসরি থ্রোতে রানআউট ধোনি ॥ প্রথম সেমিফাইনাল ম্যাচের শেষদিকে ভারতের আশা বাঁচিয়ে রেখে খেলছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাকে থামিয়ে দেয় মার্টিন গাপটিলের দুর্দান্ত থ্রো শর্ট ফাইন লেগ থেকে দুই রান নিতে গিয়ে সেই থ্রোর কারণে রানআউটের শিকার হন ধোনি। ৩. বোল্টের অবিশ্বাস্য ক্যাচ ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে একাই জিতিয়ে দিচ্ছিলেন কার্লোস ব্রেথওয়েট। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে অপেক্ষায় ছিলেন ম্যাচের উইনিং শটের। যখন মাত্র ৫ রান প্রয়োজন তখন লংঅন দিয়ে সজোরে হাঁকান তিনি। কিন্তু সেখানে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক ক্যাচ লুফে নেন ট্রেন্ট বোল্ট। ৪. সুপারম্যান সাকিব ॥ দল হিসেবে বিশ্বকাপটা একদমই ভাল যায়নি বাংলাদেশের। সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শুরু করে টাইগাররা শেষ করেছে অষ্টম হয়ে। তবে সাকিব আল হাসান ঠিকই চিনিয়েছেন নিজের জাত। ব্যাট হাতে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন ৬০৬ রান। সঙ্গে বল হাতে নিয়েছেন ১১ উইকেট। ৫. রোহিতের পাঁচ সেঞ্চুরি ॥ এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ওপেনার রোহিত শর্মা। শচীন টেন্ডুলকরের ৬৭৩ রানের বিশ্বরেকর্ডকে চোখ রাঙানি দিয়ে তিনি থেমেছেন ৬৪৮ রানে। এরই মাঝে গড়েছেন এক বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড। ইএসপিএন ক্রিকইনফো’র বিশ্বকাপ একাদশ ॥ রোহিত শর্মা, জেসন রয়, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বেন স্টোকস, এ্যালেক্স ক্যারি, জিমি নিশাম, মিচেল স্টার্ক, জোফরা আরচার, লোকি ফার্গুসন ও জাসপ্রিত বুমরা।
×