ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভবিষ্যত তারকা পেতে আশাবাদী কোচ অঞ্জু

প্রকাশিত: ১১:৩২, ১৯ জুলাই ২০১৯

 ভবিষ্যত তারকা পেতে আশাবাদী কোচ অঞ্জু

স্পোর্টস রিপোর্টার ॥ তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচের সিরিজ খেলতে শনিবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ মহিলা ইমার্জিং ক্রিকেট দল। মূলত বাংলাদেশ মহিলা ‘এ’ ক্রিকেট দল হিসেবেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং মহিলা দলের সঙ্গে এ ম্যাচগুলো খেলবে তারা। নিগার সুলতানার নেতৃত্বে ১৪ সদস্যের দলটির সঙ্গে জাতীয় মহিলা দলের ৫ ক্রিকেটার যাচ্ছেন বিশেষ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে। আগামী মহিলা এশিয়া কাপের আগে তারকা ক্রিকেটার খুঁজে পেতে আশাবাদী মহিলা ক্রিকেট দলের কোচ অঞ্জু জৈন জানিয়েছেন এই সফরটি পাইপলাইন শক্তিশালী করবে। কিছুদিন আগেই মহিলা ক্রিকেটারদের নিয়ে প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হয়েছে। সেখানে যারা নজর কাড়া পারফর্ম করেছেন তাদের মধ্য থেকে বাছাইকৃত ২৮ জনকে নিয়েই রাজশাহীতে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প হয়েছে। ক্রিকেটারদের ভালভাবেই পর্যবেক্ষণ করেছেন জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচ অঞ্জু। তবে এই ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট খেলার সুযোগ একেবারেই কম। এবার সেই সুযোগ পেতে যাচ্ছে জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং মহিলা ক্রিকেট দলের সঙ্গে ৩টি ওয়ানডে ও ৩টি টি২০ ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ মহিলা ইমার্জিং ক্রিকেট দল। ২০ জুলাই দেশ ছাড়বেন নিগার সুলতানার নেতৃত্বে ১৪ ক্রিকেটার। এই দলটির ৪/৫ জন আগেও দক্ষিণ আফ্রিকায় গেছেন। বাকিরা সবাই একেবারে নতুন। এই সফরে উদীয়মান পারফর্মার খুঁজে পেতে আশাবাদী জৈন। কারণ পরবর্তী এশিয়া কাপের দিকেই তার নজর। তিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা ইমার্জিং দলের একটি সফর পেয়েছি। আমরা নারী দলের পাইপলাইনকে শক্তিশালী করতে চাই এবং নারী ‘এ’ দলের সামনে আরও সিরিজের আয়োজন করতে চাই। সামনে নারী দলের এশিয়া কাপ রয়েছে। নারী ক্রিকেটারদের তৈরি করার জন্য এটা আমাদের জন্য বড় সুযোগ। কিছু ক্রিকেটারকে তৈরি করার লক্ষ্য আছে, যারা বদলি হিসেবে খেলতে পারবে। তাই এই সফরটি আমাদের অনেক সাহায্য করবে।’ আগামী ২৩ জুলাই প্রিটোরিয়াতে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ইমার্জিং মহিলা ক্রিকেট দল। ২৫ ও ২৮ জুলাই একই ভেন্যুতে বাকি দুই ওয়ানডে এবং ৩১ জুলাই, ১ ও ৪ আগস্ট ম্যান্ডেলা ওভালে ৩ টি২০ ম্যাচ। এই সফরে ১৪ সদস্যের দলটির সঙ্গে যাচ্ছেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ৫ ক্রিকেটার- সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, লতা ম-ল ও আয়েশা রহমান শুকতারা। তারা মূলত বিশেষ এক ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবেন দক্ষিণ আফ্রিকায়। অর্থাৎ ইমার্জিং দলটির অধিকাংশই একেবারে নতুন মুখ। অঞ্জু বলেন, ‘৪ থেকে ৫ জন মেয়ে আগেও একবার সফর করেছে। কিন্তু তারা আসলে একেবারে আনকোরাই বলা চলে। তাই এটা তাদের জন্যও যোগ্যতা প্রমাণের দারুণ সুযোগ। বাছাই করা ২৮ জন মেয়েকে নিয়ে রাজশাহীতে ৩ সপ্তাহের ক্যাম্প শেষ করেছি আমরা। সেখান থেকে এই মেয়েদের নির্বাচিত করা হয়েছে সফরের জন্য। তাদের মধ্যে অনেক মেধা লুকিয়ে আছে। আশা করছি তারা যখন খেলার সুযোগ পাবে নিজেদের মেধার প্রতিফলন ঘটাতে পারবে। যদিও এটা খুব চ্যালেঞ্জিং হবে তাদের জন্য। কিন্তু সে জন্য তো নিজের সেরা পরিশ্রমটাই করতে হবে।’ বাংলাদেশ মহিলা ইমার্জিং দল ॥ নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, শোভানা মোস্তারি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, সুরাইয়া আজমিম, শায়লা শারমিন, নাহিদা আকতার, মোছাঃ ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, সানজিদা ইসলাম, নুজহাত তাসনিয়া ও মোছাঃ শারমিন আক্তার সুপ্তা।
×