ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুরস্কে বাস উল্টে বাংলাদেশীসহ নিহত ১5

প্রকাশিত: ১২:১৬, ১৯ জুলাই ২০১৯

তুরস্কে বাস উল্টে বাংলাদেশীসহ নিহত ১5

জনকণ্ঠ ডেস্ক ॥ তুরস্কের পূর্বাঞ্চলের ভ্যান প্রদেশে অবৈধ অভিবাসীবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশী, পাকিস্তানী এবং আফগানিস্তানী রয়েছেন বলে দেশটির সরকারী এক কর্মকর্তা জানিয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। খবর অনলাইনের। দেশটির ইংরেজী দৈনিক ডেইলি সাবাহ জানায়, অতিরিক্ত যাত্রীবাহী মিনিবাসটি ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার সংযোগকারী একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ী সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়। কর্তৃপক্ষ বলছে, এ দুর্ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছে। তবে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভ্যানের গর্বনর মেহমেত এমিন বিলমেজ দেশটির সরকারী সংবাদ সংস্থা আনাদোলু এ্যাজেন্সিকে (এএ) বলেন, বাসটি পাহাড়ী সড়কে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও এ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
×