ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানব পাচারকারী চক্রের দশ সদস্য গ্রেফতার॥ ২৫১ পাসপোর্ট উদ্ধার

প্রকাশিত: ১২:২২, ১৯ জুলাই ২০১৯

মানব পাচারকারী চক্রের দশ সদস্য গ্রেফতার॥ ২৫১ পাসপোর্ট উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৮ জুলাই ॥ কেরানীগঞ্জে মানব পাচারকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের হেফাজত হতে ৩ রোহিঙ্গা নারী ও ২৫১ পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব ১০-এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক। তিনি আরও জানান, র‌্যাবের কাছে তথ্য ছিল কেরানীগঞ্জে মানব পাচারকারী একটি চক্র সক্রিয়। এজন্য তারা গোয়েন্দা নজরদারি শুরু করেন। এক পর্যায়ে তারা জানতে পারে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বড় মসজিদ সংলগ্ন পাগলা হোসেনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকেন এমন এক দম্পতি রয়েছে যারা রোহিঙ্গা পাচারের সঙ্গে জড়িত। পাচারের উদ্দেশে রোহিঙ্গাদের এনে সেখানে রাখা হতো। বুধবার ওই বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় তাদের হেফাজত হতে মুসফেকা (১৯), শান্তনা (১৩) ও নুর বেগম (৪৮) নামে ৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে বুধবার সারারাত ও বৃহস্পতিবার সারাদিন টানা অভিযান চালিয়ে রাজধানীসহ ঢাকার আশপাশ থেকে চক্রের আরও ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেনÑবগুড়ার শিবগঞ্জ থানাধীন দোপাড়া গ্রামের মৃত হাবিবুর মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৫২), কুমিল্লার মনোহরগঞ্জ থানাধীন হাসনাবা এলাকার মুদ হাসান আহম্মদের ছেলে মোঃ মানিক (৪৫), ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন বিশ্বাসবাড়ী গ্রামের মিন্টু বিশ্বাসের ছেলে রানা (৩৪), বরগুনা জেলার বেতাগী থানাধীন পূর্ব রানীপুর গ্রামের আব্দুল খালেক হাওলাদারের দুই ছেলে আল মামুন (৩৫) ও হুমায়ুন কবির (৪৩), শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন আকসা এলাকার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী মাহফুজুর রহমান মাসুদ (৪০), চাঁদপুর জেলার কচুয়া থানাধীন ফইসারা গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (২৫), খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কুলাটি গ্রামের সুদাংশু সরকারের ছেলে গৌরাঙ্গ সরকার (২৫)।
×