ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাগুরায় তিনবছর যাবত প্রধান ব্রীজটি ভেঙ্গে পড়ে রয়েছে

প্রকাশিত: ২২:৩৯, ১৯ জুলাই ২০১৯

মাগুরায় তিনবছর যাবত প্রধান ব্রীজটি ভেঙ্গে পড়ে রয়েছে

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ ঢাকা-খুলনা মহা সড়কের মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর উপর নির্মিত ব্রিজটি তিনবছর যাবত ভেঙ্গে পড়ে রয়েছে। দীর্ঘদিন লোহার ব্রীজটি পানিতে পড়ে থাকায় কয়েক কোটি টাকার সরকারী সম্পদ নষ্ট হচ্ছে। জানা গেছে, জেলার শালিখা উপজেলার মাগুরা - যশোর সড়কে সীমাখালীতে চিত্রা নদীর উপর লোহার বেইলী নির্মিত ছিল। যার উপর দিয়ে সরাসরি মাগুরা --যশোর-- খুলনা রোডের যানচলাচল করতো। ১৩ ফেব্রুয়ারী ২০১৬ সালে ব্রীজের উপর একসাথে দুইটি ১০ চাকার পাথর বোঝাই ট্রাকসহ তিনটি ভারী যান উঠলে যানবাহনের চাপে ভেঙ্গে পড়ে। এতে দুইজন আহত হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্রিজটি ভেঙ্গে পড়ার ফলে ঢাকাসহ দেশের অন্য জেলার সাথে যশোর, খুলনা, সাতক্ষীরা, বেনাপোলগামী যানবাহনের চালকরা ঝিনাইদহ হয়ে অতিরিক্ত ৪০ কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে বাধ্য হয়। এ অবস্থায় সরসরি যানবাহন চলাচলের জন্য ৩ কোটি ৫৯ লাখ টাকা ব্যায়ে দুই লেনের বেইলী ব্রিজ নির্মাণ করা হয়। এরপর লোহার ব্রীজটি অপসারন না করায় পানিতে পড়ে কয়েক কোটি টাকার সরকারী সম্পদ ব্রীজটি নষ্ট হচ্ছে। অন্যদিকে নতুন বেইলী ব্রীজটি এতো ছোট যে বাস ব্রীজের উপর দিয়ে চললে মানুষ চলতে পারে না। ব্রীজের উপর বাস চাপায় ২জন নিহত হয়েছে। ফলে মানুষের দূর্ভোগ চরমে পৌছেছে। এলকাবাসী ধিরাজ কুমার শিকদার জানান, ব্রীজটি অপসারন নাকরায় সরকারের মোটা অংকের টাকার সম্পদ নষ্ট হচ্ছে । শালিখা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন জানান , ব্রীজটি ভেঙ্গে পড়ায় মূল্যবান সরকারী সম্পদ নষ্ট হচ্ছে । ব্রেইলী ব্রীজটি সংকীর্ণ হওয়ায় এখানে নতুন ব্রীজ নির্মাণ করা প্রয়োজন । মাগুরা সড়ক ও জনপথ ভিাগের নির্বাহী প্রকৌশলী মো: নজরুল ইসলাম জানান , ভেঙ্গে পড়া ব্রীজটি অপসারনের জন্য অচিরেই ওয়ার্ক অর্ডার দেয়া হবে এবং এখানে একটি নতুন ব্রীজ নির্মানের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
×