ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাপানে স্টুডিওতে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

প্রকাশিত: ২২:৪০, ১৯ জুলাই ২০১৯

জাপানে স্টুডিওতে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

অনলাইন ডেস্ক ॥ জাপানের কিওটোয় অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ডে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। ঘটনার সময় ভবনটিতে অন্তত ৭০ জন ছিলেন। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলেছে, আজ (বৃহস্পতিবার) সকালে এক ব্যক্তি আকস্মিকভাবে কিয়োটো অ্যানিমেশন কোম্পানির স্টুডিওতে প্রবেশ করে। ওই ব্যক্তির বয়স ৪১ বছর। সে স্টুডিওতে পেট্রোল ছিটিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয় নি। ভবনে আগুন লাগানোর পর সন্দেহভাজন ব্যক্তি ‘অকালমৃত্যু বলে চিৎকার করেন বলে বার্তা সংস্থা এনএইচকে জানিয়েছে। ওই ব্যক্তির সঙ্গে এই স্টুডিও কোম্পানির কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।
×