ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের পাশে দাঁড়ালেন অক্ষয়

প্রকাশিত: ২৩:২৪, ১৯ জুলাই ২০১৯

বন্যার্তদের পাশে দাঁড়ালেন অক্ষয়

অনলাইন ডেস্ক ॥ যখনই দেশে কোনও সংকটজনক পরিস্থিতি হয় তখনই এগিয়ে আসেন অভিনেতা অক্ষয় কুমার। এবার আসামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন তিনি। আসামের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের জন্য ১ কোটি টাকা অনুদান দিলেন এই অভিনেতা। আসামের বন্যা দুর্গতদের জন্য এই অনুদানের কথা টুইট করে দেশের মানুষকে আসামের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি। জানা গেছে, ক্রমাগত অবনতি হচ্ছে আসামের বন্যা পরিস্থিতি। বন্যায় মৃত্যু হয়েছে প্রায় ১১ জন মানুষের। ৩ লক্ষ মানুষ ভিটে ছাড়া। ক্ষতিগ্রস্ত ৭ লক্ষেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত অসমের ৩৩টি জেলা। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেতা জেলা। এর আগে পুলওয়ামা জঙ্গি হামলায় ঘটনা সময়ও শহিদদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অক্ষয়। ‘ভারত কী বীর’ অ্যাপের মাধ্যমে ৫ কোটি টাকা দিয়েছিলেন অক্ষয়।প্রসঙ্গত, ফোর্বসের প্রকাশিত তথ্য অনুসারে সারা বিশ্বের সবচেয়ে বেশি আয় করা সেলিব্রেটিদের তালিকায় ৩৩ নম্বরে নাম রয়েছে অক্ষয়ের। ফোর্বসের দেওয়া তথ্য অনুসারে গত বছর ৪৪৪ কোটি আয় করেছেন অক্ষয়।
×