ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুধুমাত্র নিজের সীমানার মধ্যেই পরমাণু অস্ত্র মোতায়েন করুন ॥ যুক্তরাষ্ট্রকে রাশিয়া

প্রকাশিত: ২৩:৩১, ১৯ জুলাই ২০১৯

শুধুমাত্র নিজের সীমানার মধ্যেই পরমাণু অস্ত্র মোতায়েন করুন ॥ যুক্তরাষ্ট্রকে রাশিয়া

অনলাইন ডেস্ক ॥ বাইরে না গিয়ে শুধুমাত্র নিজের সীমানার মধ্যেই পরমাণু অস্ত্র মোতায়েন করতে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে রাশিয়া। তুরস্কসহ ইউরোপের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র মোতায়েন করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট অনিচ্ছাকৃতভাবে এ তথ্য ফাঁস করার একদিন পর মস্কো ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানালো। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-সহ ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ জানিয়েছেন, রাশিয়া শুধুমাত্র তার নিজের সীমানার ভিতরে পরমাণু অস্ত্র মোতায়েন করেছে। তাই আমেরিকা ও ন্যাটোকেও একই রকম পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। এর আগে অবশ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সম্প্রতি ন্যাটো জোট একটি নথি প্রকাশ করেছিল এবং তাৎক্ষণিকভাবে তা মুছে ফেলেছে যাতে বলা হয়েছিল, আমেরিকা তার কৌশলগত কারণে ১৫০টি পরমাণু অস্ত্র বেলজিয়াম, জার্মানি, ইতালি, হল্যান্ড ও তুরস্কে মোতায়েন করেছে। ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, তারা ন্যাটো জোটের ওই নথি বেলজিয়ামের ‘দ্য মরগেন’ পত্রিকায় প্রকাশিত হতে দেখেছে।
×