ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গরুচোর সন্দেহে বিহারে তিনজনকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৩:১৯, ১৯ জুলাই ২০১৯

গরুচোর সন্দেহে বিহারে তিনজনকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক ॥ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে সরনের বানিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে বলে জানিয়েছে এনডিটিভি। কয়েক সপ্তাহ ধরে গবাদি পশু চুরির উৎপাতে অতিষ্ঠ গ্রামবাসী ভোর সাড়ে চারটার দিকে একটি গাড়ি ও তিনজন অপরিচিতকে দেখতে পেয়ে চোর সন্দেহে তাদেরকে নির্দয়ভাবে পেটায় বলে পুলিশ ধারণা করছে। মারধরের পর গুরুতর আহত তিনজনকে কাছাকাছি ছাপরা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজনের বাড়িও কাছাকাছি একটি গ্রামে। ভিডিও ফুটেজে নিহতদের পরিবারের সদস্যদের মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখা গেছে। তারা বানিয়াপুর গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে, জানিয়েছে এনডিটিভি। চলতি মাসের শুরুতে ত্রিপুরার সীমান্তবর্তী রায়শাবারি গ্রামেও গরুচোর সন্দেহে বুধি কুমার ত্রিপুরা নামে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছিল।
×