ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটোরে ৪২৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪০, ১৯ জুলাই ২০১৯

নাটোরে ৪২৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৪২৩ বোতল ফেন্সিডিলসহ ছাইদুল ইসলাম ওরফে ছহুবুল (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার ছাইদুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কাপরিতোলা গ্রামের মনসুর প্রামানিকের ছেলে। সে বর্তমানে জেলার লালপুর উপজেলার আলেয়াবাগপাড়া গ্রামের সাদেক আলীর জামাই হিসেবে সেখানেই বসবাস করে। নাটোর র‍্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‍্যাব অফিসের একদল সদস্য বড়াইগ্রাম উপজেলার আটঘড়িয়া সুইচগেট এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে থাকা একটি নছিমন তল্লাসী করে ৪২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার শেষে ছাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় ছাইদুলের দেহ তল্লাসী করে ১টি সিমকার্ড ও মেমোরীকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এক প্রশ্নের জবাবে রাজিবুল আহসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেন্সিডিলগুলো বিক্রির উদ্যেশ্যেই ঘটনাস্থলে নছিমন নিয়ে অবস্থান করছিল বলে স্বীকার করেছে ছাইদুল।
×