ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ০৬:০৫, ১৯ জুলাই ২০১৯

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক ॥ আজ শুক্রকার বিকেলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫ । এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা এলাকায়। আজ বেলা সোয়া তিনটার পরে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ বলেন, ‘এটি মাঝারি ধরনের ভূমিকম্পন। এর উৎপত্তিস্থল ভারতে। এতে ক্ষয়ক্ষতির কোনও আশঙ্কা নেই। আফটার শকের আশঙ্কাও নেই।’ আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থল ৪৯৯ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। সিলেট জেলা থেকে এর দূরত্ব ৩২৫ কিলোমিটার। এরআগে, সবশেষ চলতি বছরের ২৬ মে দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
×