ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৭:১২, ১৯ জুলাই ২০১৯

শেরপুরে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে বন্যার পানিতে ডুবে মেহেদী হাসান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের উত্তর গৌরীপুর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মেহেদী স্থানীয় নায়েব আলীর ছেলে ও পাইওনিয়ার স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ নিয়ে গত কয়েকদিনের বন্যায় জেলায় ৩ শিশুসহ ৭ জনের মৃত্যু হলো। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেদী তার বন্ধুদের সাথে বাড়ির পেছনে বন্যায় প্লাবিত পানিতে কলাগাছের তৈরি ভেলায় ঘুরতে যায়। ওইসময় হঠাৎ ভেলাটি উল্টে গেলে সাঁতার না জানায় ডুবে যায় মেহেদী। পরে তার বন্ধুদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মেহেদীকে ভেলার নিচ থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×