ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেরিটাইম ভার্সিটির গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান

প্রকাশিত: ০৯:৩৯, ২০ জুলাই ২০১৯

 মেরিটাইম ভার্সিটির গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্তমান সরকারের উদ্যোগে দেশে প্রথমবারের মতো সরকারী পরিচালনায় প্রতিষ্ঠা করা হচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি। এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ। আগামীকাল রবিবার দুপুর দুইটায় নগরীর রেডিসন ব্লু হোটেলে এই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানের উদ্বোধন করবেন ডা. দীপু মনি এমপি। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং এ বিশ্ববিদ্যালয়ের ভিসি রিয়ার এ্যাডমিরাল এম খালেদ ইকবাল। বাংলাদেশের অর্থনীতিতে ব্লু ইকনোমি নতুন একটি বিপ্লব। আধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশের সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে ব্লু ইকনোমিকে তরান্বিত করতে শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভাসিটি এক নব অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় হামিদচরে ১০৬ একর জমিতে এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হচ্ছে।
×