ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনডোর হকিতে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে

প্রকাশিত: ০৯:৪১, ১৯ জুলাই ২০১৯

ইনডোর হকিতে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে

স্পোর্টস রিপোর্টার ॥ ইনডোর হকি এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষ। চার ম্যাচের একটিতে জেতায় গ্রুপে (‘এ’) চতুর্থ হয়েছে বাংলাদেশ। তাই এখন সপ্তম স্থানের জন্য লড়তে হবে জিমিদের। প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চতুর্থ হওয়া চাইনিজ তাইপে। শনিবার থাইল্যান্ডের চনবুরিতে বাংলাদেশ সময় দুপুর একটায় ম্যাচটি শুরু হবে। ইনডোর হকি এশিয়া কাপে প্রথম খেলতে গেছে বাংলাদেশ। তাই ফলাফলও খুব একটা ভালো হয়নি। মালয়েশিয়ার কাছে ৬-০ এবং ইরানের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয়ে শুরু করেছিল জিমিরা। তৃতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৯-০ গোলের বড় ব্যবধানে হারায় ফিলিপাইনকে। যদিও শেষ ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে হেরে যায় ৩-১ গোলে। ফলে তিন পয়েন্ট নিয়ে পাঁচ দলের ‘এ’ গ্রুপে চতুর্থ হয় বাংলাদেশ। অন্যদিকে ‘বি’ গ্রুপে নেপালকে ৬-৭ গোলে হারিয়ে চতুর্থ হয় চাইনিজ তাইপে। বাংলাদেশের মতো তারাও প্রথম খেলছে এই আসরে। এখন সপ্তম ও অষ্টম স্থান নির্ধারনের জন্য লড়বে এই দু’দল। জিতলে ইনডোর হকিতে এশিয়ার ১০ দলের মধ্যে সপ্তম হবে বাংলাদেশ। হেরে গেল অষ্টম হয়েই সন্তষ্ট থাকতে হবে লাল সবুজদের।
×