ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভালুক-নেকড়ে একসঙ্গে

প্রকাশিত: ১০:১৮, ২০ জুলাই ২০১৯

 ভালুক-নেকড়ে একসঙ্গে

ব্রিটেনের ব্রিস্টলে দশ হাজার বর্গমিটারের একটি বন। যেখানে ১ হাজার বছরের বেশি সময় পর ভালুক ও নেকড়ে সহাবস্থান করতে যাচ্ছে। এই ছোট বনের নাম দেয়া হয়েছে ‘ভালুক অরণ্য’। ব্রিস্টল জুওলজিক্যাল সোসাইটির ওয়াইল্ড প্লেস প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে খরচ হচ্ছে লাখ লাখ পাউন্ড। উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় বাদামি ভালুক ও ধূসর নেকড়ে একসঙ্গে ছাড়া হয়েছে ভালুক অরণ্যে। এই দুই প্রজাতিই আবার ব্রিটেনে বিলুপ্তপ্রায়। বিজ্ঞানীরা জানান, প্রায় এক হাজারের বেশি বছর আগে ইউরোপীয় বাদামি ভালুক বিলুপ্ত হয়েছে ব্রিটেন থেকে। মধ্যযুগের কথা সেটি। আর ধূসর নেকড়ে বিলুপ্ত হয়েছে ১৭ শতকে। এই দুই প্রজাতি একসঙ্গে সর্বশেষ বনে সহাবস্থান করেছে। এরপর পেরিয়ে গেছে হাজার বছর। ভালুক ও নেকড়ের খাবার ভিন্ন বলে এ বনে তারা প্রতিযোগিতা না করলেও মুখোমুখি হলে কী পরিস্থিতি হবে সেটি নিয়ে উত্তেজনা বোধ করছেন প্রাণী সংরক্ষণবিদরা। লড়াই নাকি বন্ধুত্ব হবে সে চিন্তায় এখন ঘুমও হারাম তাদের। -ইন্ডিপেন্ডেন্ট
×