ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে বজ্রপাতে পিতা-পুত্র নিহত

প্রকাশিত: ১০:২০, ২০ জুলাই ২০১৯

 সুনামগঞ্জে বজ্রপাতে পিতা-পুত্র নিহত

নিজস্ব সংবাদাতা, সুনামগঞ্জ, ১৯ জুলাই ॥ জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জের পাকনার হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে পিতা ও পুত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে এ বজ্রপাতে শান্তিপুর গ্রামের রানু মিয়া (৪০) ও তার ছেলে সুমন মিয়া (১১) মারা যান। এ ঘটনার নিহতের পরিবারে শোকের মাতম চলছে। জানা যায়, বজ্রাঘাতে মৃত্যুর পর তাদের মরদেহ নৌকাতেই পড়ে ছিল। এ সময় হাওড়ে মাছ ধরতে থাকা অন্য জেলেরা নৌকা থেকে তাদের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। কোম্পানীগঞ্জে পুত্র নিহত পিতা আহত ॥ স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, কোম্পানীগঞ্জে বজ্রপাতে এহসানুল ইসলাম নামে ১৩ বছরের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এহসানুল একই গ্রামের শামসুল হকের ছেলে ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র। জানা যায়, বৃষ্টি নামতে পারে এমন আশঙ্কা থেকে ধানক্ষেতে জমিনের পানি ছেড়ে দেয়ার কাজ করছিলেন বাবা শামসুল হক ও ছেলে এহসানুল ইসলাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ছেলে এহসানুল ঘটনাস্থলেই মারা যায় ও বাবা শামসুল হক কিছুটা আহত হয়।
×